Biology, asked by shohagmho1846, 4 months ago

উদ্দীপকে আহনাফের মায়ের সাথে কাবুলিওয়ালা গল্পের মিনুর মায়ের কোন দিক থেকে সাদৃশ্যপূর্ণ ব্যাখ্যা করা।

Answers

Answered by dineshwari8
24

○●

Answer:

মিনুর মায়ের প্রকৃতিঃ মিনুর মা অতিশয় সন্তান বাৎসাল্য হলেও প্রতিটি মায়ের মনে সন্তানের প্রতি এক বিশেষ টানের জন্য অন্যের উপর কিছুটা সন্দেহ প্রবণ। প্রতিটি মা ভাবেন কেউ তার সন্তানকে আদর সোহাগ দিয়া ভূলিয়ে তার থেকে আলাদা করে নিয়ে যেতে পারে। অথবা ছোট শিশুকে আদর ভালবাসা দিয়া তাকে হয়ত তুলে নিয়া যেতে পারে। কাবুলিওয়ালা গল্পে মিনুর মাও এর ব্যতিক্রম ছিলেন না। কাবুলিওয়াকে আগে থেকে চিনলেও তার সম্পর্কে বেশি কিছু জানতেন না। হঠাত এমন অপরিচিত বা অর্ধঃপরিচিত লোক বার বার কোন শিশুকে খাবার দিবে, আদর সোহাগ দিবে? নিশ্চয় কোন গোপন মতলব আছে। এই ভেবে মিনুর মা সদা সতর্ক থাকতেন আর তাই তিনি লেখককে চোখে চোখে দেখে একটু খোজ খবর নিতে বলেছিলেন যাতে তাহার সন্তানের সুরক্ষা বজায় থাকে। এক কথায় মিনুর মা কাবুলিওয়ালাকে সন্দেহ করতেন।

উদ্দিপকে আহনাফের মায়ের ক্ষেত্রেও একই বিষয় দেখা যায়।ভাড়াটিয়া মনোয়ার হোসেন যখন তার ছেলেকে একটু বেশি ভালবাসতে লাগলেন, খাবার উপহার দিতে লাগলেন তখন স্বাভাবিক ভাবেই মিনুর মায়ের মত তার মনেও সন্দেহের উদ্বেগ দেখা দিল যে নিঃসন্তান মনোয়ার হোসেন যেন শিশু মন সহজে আকৃষ্ট করে সন্তান দাবি না করেন। তাই তিনি আহনাফের সুওরক্ষা বজায় রাখতে স্বামীকে সতর্ক হওয়ার ব্যাপারে বলেছিল।

তাই বলা যায় যে, আহনাফের মায়ের সাথে কাবুলিওয়ালা গল্পের মিনুর মায়ের সাথে এক মায়ের মনের সাদৃশ্য পাওয়া যায়। যে মা সবসময় তার সন্তানের ব্যাপারে সতর্ক থাকেন। অল্প পরিচিত বা অপরিচিত  কেউ কিছু দিলে অতিরিক্ত আদর সোহাগ করলে তা স্বাভাবিক ভালবাসার সহিত না নিয়া সন্দেহ প্রবন চোখে দেখেন। পাছে কেউ যা কিছু বলুক না কেন তিনি সকল কিছুর উর্ধে নিজ স্বার্থের ন্যায় সন্তান সুওরক্ষার হেতু সকলকে সন্দেহ করেন সতর্ক থাকেন। এই মায়ের মতই আহনাফের মায়ের সাথে মিনুর মায়ের সুন্দর সাদৃশ্য ফুটে উঠেছে। ●○.

Explanation:

please follow me and make me as brainlist.

Answered by sishuvo125
2

Answer:

উদ্দীপকে আহনাফের মায়ের সাথে ‘কাবুলিওয়ালা’ গল্পের মেনুর মায়ের নিজের সন্তান অপরের সহজে না দেওয়া দিক থেকে সাদৃশ্যপূর্ণ। ‌

কাবুলিওয়ালার এক মেয়ে ছিল। সেই মেয়ের প্রতিচ্ছবি তিনি মিনুর মধ্যে পেতেন। ‌তাই প্রায়ই মিনুর সাথে গল্প করতেন।

কিন্তু মিনুর মা অত্যন্ত সংক্ষিপ্ত স্বভাবের লোক ছিলেন তাই তিনি কাবলিওয়ালার সম্পর্কে সজাগ থাকতেন এবং তিনি চাইতেন না নিউ কাবলি ওয়ালার সহচার্যে থাকুক। ‌

উদ্দীপকের আহনাফের মা, মনোয়ার হোসেনের ব্যবহারটি ভালোভাবে নেননি। ‌ নিঃসন্তান মনোয়ার হোসেন আহনাফকে আদর করতে চাইলে তিনি সেটা ভালোভাবে নেন না। বরং তার স্বামীকে এ বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দেন। যা কাবুলিওয়ালা গল্পের মিনুর মায়ের পরিচায়ক।

তাই বলা যায়, উদ্দীপকের আহনাফের মা ও কাবুলিওয়ালা মিনুর মা একে অপরের পরিপূরক।

Similar questions