প্রাচীন বিশ্বের উল্লেখযোগ্য সভ্যাতাগুলো কী কী?
Answers
Answered by
18
Answer:
পৃথিবীর বিভিন্ন অঞ্চলে সভ্যতার উদ্ভব মানুষের সবচেয়ে বড় অর্জন। সভ্যতার ক্রমান্বয়ে উন্নতির ফলেই মানুষের জীবনযাত্রা সহজ থেকে সহজতর হয়েছে। আজকের আধুনিক যুগও সভ্যতার কল্যাণেই সম্ভব হয়েছে। বন্যতা থেকে বর্বরতা এবং বর্বরতা থেকে মানুষ ধীরে ধীরে সুশৃংঙ্খল জীবন-যাপনে অভ্যস্ত হয়ে ওঠে। মানবগোষ্ঠী তাদের সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক কর্মকাণ্ড দ্বারা জীবন প্রবাহের মানোন্নয়ন করতে থাকে। বিশেষ সময়-কালের পরিপ্রেক্ষিতে তা সভ্যতা নামে অভিহিত হয়। প্রাচীন কালে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে বহু সভ্যতা গড়ে ওঠে। কয়েকটি উল্লেখযোগ্য সভ্যতা নিচে তুলে ধরা হলো।
১) মেসোপটেমিয়ার সভ্যতা
২)সুমেরীয় সভ্যতা
৩)ব্যাবিলনীয় সভ্যতা
৪)ব্যাবিলনীয় সভ্যতা
৫)চৈনিক সভ্যতা
৬)সিন্ধু সভ্যতা
৭)হিব্রু সভ্যতা
৮)গ্রীক সভ্যতা
৯)রোমান সভ্যতা
১০)মায়া সভ্যতা
১১)ইনকা সভ্যতা
Similar questions