Science, asked by urhdhjdjr59, 5 months ago

অ্যাসাইনমেন্ট-১; হাতে কলমে কাজের মাধ্যমে খাদ্য লবন ও বালুর মিশ্রণ থেকে উপাদানসমুহ পৃথক কর এ
প্রশ্নগুলাের উত্তর দাও।
১। এ পরীক্ষণে কোন কোন পদ্ধতি ব্যবহার করা হয়েছে? ২। কাজের ধারাবাহিক বর্ণনা কর।
৩। পরীক্ষণের উপর তােমার পর্যবেক্ষণ ও সিদ্ধান্ত ব্যাখ্যা কর। ৪। এ পরীক্ষণে তুমি কী কী সাবধান
করেছ?

Answers

Answered by hardipmutti55
2

Answer:

ষষ্ঠ থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের সপ্তাহে তিনটি করে অ্যাসাইনমেন্ট জমা দিতে বলা হয়েছে। ষষ্ঠ থেকে নবমম শ্রেণির প্রত্যেক শিক্ষার্থীকে অ্যাসাইনমেন্টে অংশগ্রহণ করতে হবে। অ্যাসাইনমেন্টের আওতায় ব্যাখ্যামূলক প্রশ্ন, সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন, সৃজনশীল প্রশ্ন, প্রতিবেদন প্রণয়ন ইত্যাদি অন্তর্ভুক্ত রয়েছে। শিক্ষার্থীদের সাদা কাগজে নিজের হাতে লেখা অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে।

Similar questions