English, asked by noorna909090, 6 months ago

এসাইনমেন্ট/নির্ধারিত কাজ
নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নগুলোর উত্তর লেখ :
ভাড়াটিয়া মনােয়ার হােসেন বাড়ির মালিক হামিদ সাহেবের শিশু সন্তান আহনাফকে ভীষণ
আদর-সােহাগ করেন। নিঃসন্তান মনোয়ার হােসেন প্রায়ই অফিস থেকে ফেরার পথে
আহনাফের জন্য খেলনা, খাবারসহ নানা উপহার নিয়ে আসেন। অহনাফের মা এই
বিষয়টিকে ভালোভাবে গ্রহণ করেন না। স্বামীকে এবিষয়ে সতর্ক থাকার পরামর্শ দেন।
গ) উদ্দীপকে আহনাফের মায়ের সাথে ‘কাবুলিওয়ালা’ গল্পের মিনুর মা কোনদিক থেকে
সাদৃশ্যপূর্ণ ?—ব্যাখ্যা কর।
ঘ) উদ্দীপকে ‘মনোয়ার হোসেনের চরিত্রে কাবুলিওয়ালা গল্পের মূল ভাবের প্রতিফলন
ঘটেছে। উক্তিটির যথার্থতা বিশ্লেষণ কর।​

Answers

Answered by ekrammd598
0

Explanation:

উদ্দীপকে মনোয়ারা হোসেনের চরিএ কাবুলিওয়ালা গল্পের মূল ভাবের প্রতিফলন ঘটেছে। যথাযতা বিশ্লেষন কর

Answered by Iammanjula
0

Answer:

রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি ছোটগল্প "কাবুলিওয়ালা"। "কাবুলিওয়ালা" গল্পের লেখকের কন্যা মিনির মায়ের সাথে উদ্দীপকের উল্লিখিত আহনাফের মায়ের এবং মনোয়ার হোসেন এর চরিত্রের সাথে কাবুলিওয়ালা গল্পের মূল চরিত্র নিয়ে  দুটো প্রশ্নের উত্তর লেখা হল।  

Explanation:

গ) উদ্দীপকে আহনাফের মায়ের সাথে ‘কাবুলিওয়ালা’ গল্পের মিনুর মা কোনদিক থেকে সাদৃশ্যপূর্ণ ?—ব্যাখ্যা কর।

উত্তরঃ উদ্দীপকে বলা আহনাফের মায়ের সাথে রবীন্দ্রনাথ ঠাকুরের  ‘কাবুলিওয়ালা’ গল্পের মিনির মায়ের নিজের সন্তান অপরের সাথে সহজে ভাগ করে না নেওয়ার দিক থেকে সাদৃশ্যপূর্ণ। ‌

আফগানি কাবুলিওয়ালার এক মেয়ে ছিল। সেই মেয়ের প্রতিচ্ছবি তিনি লেখকের কন্যা মিনির মধ্যে পেতেন। ‌তাই প্রায়ই মিনির সাথে গল্প করতে আসতেন।

কিন্তু মিনুর মা অত্যন্ত গম্ভীর স্বভাবের মানুষ ছিলেন তাই তিনি কাবুলিওয়ালার  সম্পর্কে সজাগ থাকতেন এবং তিনি চাইতেন না মিনি কোনোভাবেই কাবুলিওয়ালার সহচার্যে আসুক। ‌

উদ্দীপকে উল্লিখিত আহনাফের মা, ভাড়াটিয়া মনোয়ার হোসেনের ব্যবহার ভালোভাবে নেননি। নিঃসন্তান মনোয়ার হোসেন আহনাফকে আদর করতে চাইলে তিনি সেটা ভালোভাবে মেনে নেননি। বরং তিনি তার স্বামীকে মনোয়ার হোসেনের বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দেন। যা কাবুলিওয়ালা গল্পের মিনির মায়ের সমান ব্যবহারের পরিচায়ক।

ঘ) উদ্দীপকে ‘মনোয়ার হোসেনের চরিত্রে কাবুলিওয়ালা গল্পের মূল ভাবের প্রতিফলন ঘটেছে। উক্তিটির যথার্থতা বিশ্লেষণ কর।​

উত্তরঃ উদ্দীপকে উল্লিখিত মনোয়ার হোসেনের চরিত্র কাবুলিওয়ালা গল্পের মূলভাব এর প্রতিফলন ঘটেছে – উক্তিটি যথার্থ।

রবীন্দ্রনাথ ঠাকুরের  ‘কাবুলিওয়ালা’ গল্পের কাবুলিওয়ালা রহমতের এক মেয়ে ছিল। পেটের দায়ে তিনি যখন শহরের পথে পথে ঘুরে বেড়াতেন তখন তার মেয়ের মতো লেখকের মেয়েকে খুঁজে পান। মেয়েটির নাম ছিল মিনি।

রহমত কাবুলিওয়ালা মিনির মধ্যে নিজের সেই মেয়ের প্রতিচ্ছবি দেখতেন।

কাবুলিওয়ালা মিনির সাথে কথা বলে ভাব জমায় কিন্তু এর মধ্যেও কিছু অঘটনের জন্য কাবুলিওয়ালা কে মিনির থেকে অনেক দূরে থাকতে হয় বহু দিনের জন্য।

কিন্তু আবার যখন সে মিনিকে দেখতে যায়, দেখা করতে চায় তখন মিনির মা বাধা দেন। সেদিন মিনির বিবাহ ছিল।

মিনির মা ছিলেন অত্যন্ত শঙ্কিত স্বভাবের। তাই তিনি মিনির সাথে কাবুলিওয়ালা কে দেখা করতে দিতে চাননি।

উদ্দীপকে উল্লিখিত মনোয়ার হােসেন এর সাথে কাবুলিওয়ালা এর,  এবং আহনাফের মায়ের সাথে মিনির মায়ের যথেষ্ট মিল রয়েছে।

এছাড়া "কাবুলিওয়ালা" পুরো গল্পের সাথে উদ্দীপকের গল্পের পুরোপুরি মিল রয়েছে। অতএব প্রশ্নোক্ত মন্তব্যটি সঠিক বলা যায়।

To learn more, please visit:

https://brainly.in/question/27872978

https://brainly.in/question/27838393

#SPJ3

Similar questions