মুক্তিযুদ্ধে বাংলাদেশের বিজয়ের কারণ বর্ণনা কর।
Answers
Answered by
1
Answer:
Apu kon class er question aita?
Answered by
1
Answer:
বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ বিশ্বের ইতিহাসে এক বড় জায়গা দখল করে আছে।১৯৪৭ সাল থেকে ১৯৭১ সাল পর্যন্ত আমরা ছিলাম পরাধীন। কিন্তু আজ স্বাধীন দেশ হিসেবে বাংলাদেশে বিশ্বে মাথা উঁচু করে আছে। অস্রহীন বাঙালি কি করে ১৯৭১সালের ২৫ শে মার্চ রাতের অন্ধকারে ঝাঁপিয়ে পরা পাকিস্তানি সামরিক বাহিনীদেরকে করে যুদ্ধে জয় লাভ করল তার কয়েকটি কারণ তুলে ধরা হলো:
১)সকল স্তরের জনগণ ঐক্যবদ্ধ হয়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে।
২)বাঙালিদের অস্র না থাকা সত্ত্বেও তারা বুদ্ধি দিয়ে হানাদারদের যুদ্ধে কুপোকাত করেছে।
৩)১৯৭১ সাল এর ২৬সে মার্চের সাধিনতা ঘোষণা ছিল একটা অন্যতম কারণ।
৪)দেশের সাধারণ মানুষ, পেশাজীবি,নারী, গণমাধ্যম,প্রবাসী বাঙালিরাও অবদান রাখে।
৫)বাঙালিদের কয়েক দফা দাবি ছিল বিজয়ের আরেক কারণ।
Similar questions