Science, asked by mahfuzaahmad88, 4 months ago

আধুনিক শ্রেণিকরণ পদ্ধতিতে অ্যামিবা ও মাশরুম কোন রাজ্যের অন্তর্গত, এদের বৈশিষ্ট্য লিখ।​

Answers

Answered by jmd28579jahi1
0

Explanation:

টক্জ হাতজাকচ হককতাা গাক্তরবহকব গজাত্ন হাাককাাবক গাকিিক্ুকবকরহাাবাকিহবন চ হকক কজ্ক হটকয্্ তপবা্ চ্কিা কিক্ব গপানেচ

Answered by payalchatterje
0

Answer:

শ্রেণিবিন্যাসের মূল লক্ষ্য ও উদ্দেশ্য হল এই বিশাল ও বৈচিত্রময় জীবজগৎ সম্পর্কে সহজভাবে, স্বল্প পরিশ্রমে ও স্বল্প সময়ে সঠিকভাবে জ্ঞান লাভ করা এবং লব্দজ্ঞানকে কাজে লাগিয়ে মানবকল্যাণ সাধন করা।

অ্যামিবা প্রোটিস্টা রাজ্যের অন্তর্গতমাশরুম ফানজাই/ছত্রাক রাজ্যের অন্তর্গত

ফানজাই রাজ্যের বৈশিষ্ট্য:

১। এরা মৃতজীবী বা পরজীবী হিসেবে কাজ করে।

২। অধিকাংশ বহুকোষী এবং স্থলজ।

৩। এদের কোষপ্রাচীর কাইটিন নির্মিত।

৪। এরা মোষণ পদ্ধতিতে খাদ্যগ্রহণ করে।

৫। এরা হ্যাপ্লয়েড স্পোরের মাধ্যমে বংশবৃদ্ধি করে।

প্রোটিস্টা রাজ্যের এর বৈশিষ্ট্য:

এককোষী, আণুবীক্ষণিক প্রাণী।

দ্বিবিভাজন বা বহু বিভাজন পদ্ধতিতে শুধুমাত্র অযৌন জনন সম্পন্ন করে।

সাধারণত এককোষী দেহে একটি মাত্র নিউক্লিয়াস থাকে। ব্যতিক্রম: প্যারামেসিয়ামের দুটি নিউক্লিয়াস এবং ওপালিনাতে বহু নিউক্লিয়াস থাকে।

বিশেষ গমন অঙ্গের সাহায্যে গমন করে। যেমন-- অ্যামিবার ক্ষণপদ, প্যারামেসিয়ামের সিলিয়া এবং ইউগ্লিনার ফ্ল্যাজেলা আছে।

শুধুমাত্র অন্তঃকোষীয় পরিপাক পদ্ধতি দেখা যায়।

Similar questions