History, asked by ripaislam227, 4 months ago

নীলের ওপর ভেসে চলা নৌকা দেখে লেখকের অভিব্যক্তির পরিচয় দাও​

Answers

Answered by Anonymous
2

Answer:

নীলের উপর ভেসে চলা নৌকা দেখে লেখকের অভিব্যক্তি হলোঃ

চাঁদের আলোতে দেখছি, নীলের উপর দিয়ে চলছে মাঝারি ধরনের খোলা মহাজনি নৌকা-হাওয়াতে কাত হয়ে তেকোণা পাল পেটুক ছেলের মতো পেট ফুলিয়ে দিয়ে। ভয় হয়, আর সামান্য একটু জোর হাওয়া বইলেই, হয় পালটা এক ঝাটকায় চৌচির হয়ে যাবে, নয় নৌকাটা পেছনে ধাক্কা খেয়ে গোটা আড়াই ডিগবাজি খেয়ে নীলের অতলে তলিয়ে যাবে।

Similar questions