World Languages, asked by abdulkadir15364, 8 months ago

গ) প্রাচীন বাংলার মানচিত্র অংকন করে
জনপদগুলাের নামসহ বর্তমান অবস্থান
চিহ্নিত কর।​

Answers

Answered by genius990
0

Answer:

প্রাচীন জনপদের নাম বর্তমান অবস্থান:

১. পুণ্ড্র : বৃহত্তর বগুড়া, রাজশাহী, রংপুর ও দিনাজপুর জেলার অংশ বিশেষ

২. বরেন্দ্ৰ : বগুড়া,পাবনা, রাজশাহী বিভাগের উত্তর পশ্চিমাংশ, রংপুর ও দিনাজপুরের কিছু অংশ;

৩. বঙ্গ : ঢাকা, ফরিদপুর, বিক্রমপুর, বাকলা (বরিশাল);

৪. গৌড় : মালদহ , মুর্শিদাবাদ,বীরভূম,বর্ধমান ও চাঁপাইনবাবগঞ্জ;

৫. সমতট : বৃহত্তর কুমিল্লা ও নোয়াখালী অঞ্চল;

৬. রাঢ়: পশ্চিম বাংলার দক্ষিণাঞ্চল বর্ধমান জেলা;

৭. হরকূল বা হরিকেল : চট্টগ্ৰাম, পার্বত্য চট্ৰগ্ৰাম, ত্ৰিপুরা, সিলেট;

৮. চন্দ্ৰদ্বীপ : বরিশাল, বিক্ৰমপু্‌র, মুন্সীগঞ্জ জেলা ও এর পার্শ্ববর্তী অঞ্চল;

৯. সপ্তগাঁও : খুলনা এবং সমুদ্ৰ তীরবর্তী অঞ্চল;

১০. কামরূপ : জলপাইগুড়ি, আসামের বৃহত্তর গোয়ালপাড়া জেলা,বৃহত্তর কামরূপ জেলা;

১১. তাম্ৰলিপ্ত: মেদিনীপুর জেলা;

১২. রূহ্ম (আরাকান): কক্সবাজার, মায়ানমারের কিছু অংশ, কর্ণফুলি নদীর দক্ষিণা অঞ্চল;

১৩. সূহ্ম: গঙ্গা-ভাগীরথীর পশ্চিম তীরের দক্ষিণ ভূভাগ, আধুনিক মতে বর্ধমানের দক্ষিণাংশে, হুগলির বৃহদাংশ, হাওড়া এবং বীরভূম জেলা নিয়ে সূহ্ম দেশের অবস্থান ছিল;

১৪. বিক্রমপুর: মুন্সিগঞ্জ এবং পার্শ্ববর্তী অঞ্চল;

১৫. বাকেরগঞ্জ: বরিশাল, খুলনা, বাগেরহাট;

Explanation:

MARK ME AS BRAINLIEST

FOLLOW ME

GIVE MY ANSWER THANK YOU

THATS ALL

Attachments:
Similar questions