Science, asked by sohelran, 5 months ago

কৈ মাছের জন্য দ্রবীভূত অক্সিজেন প্রয়োজন কেন ব্যাখ্যা কর

Answers

Answered by pulakmath007
1

সমাধান

জানতে হবে

কৈ মাছের জন্য দ্রবীভূত অক্সিজেন প্রয়োজন কেন ব্যাখ্যা কর

উত্তর

জিওল মাছ ফুলকা ছাড়াও যে শ্বাস অঙ্গের সাহায্যে বায়ু থেকে সরাসরি অক্সিজেন গ্রহণ করতে পারে তাকে অতিরিক্ত শ্বাসযন্ত্র বলে।

অবস্থান

কৈ মাছের অতিরিক্ত শ্বাসযন্ত্র মাথার দুপাশে ফুলকার ঠিক উপরে অবস্থিত

গঠন

  • এটা দেখতে অনেকটা ফুলের মতো ।

  • মাগুর মাছের অতিরিক্ত শ্বাসযন্ত্র বৃক্ষাকার

  • এটি মাথার উভয় পাশে ফুলকার নিকটে অবস্থিত

উদাহরণ

কৈ মাছের ফুলকা ছাড়াও এই রকম অতিরিক্ত শ্বাসযন্ত্র থাকে।

ব্যাখা

  • কৈ মাছের ফুলকা ছাড়াও এই রকম অতিরিক্ত শ্বাসযন্ত্র থাকে।

  • এই অতিরিক্ত শ্বাসযন্ত্র বায়ু থেকে অক্সিজেন গ্রহণ করলেও কার্বন ডাই অক্সাইড ত্যাগ করতে পারে না।

  • সেই জন্য কৈ মাছের জন্য দ্রবীভূত অক্সিজেন প্রয়োজন

━━━━━━━━━━━━━━━━

Brainly থেকে আরো জানুন :-

1. ভাইরাস উদ্ভিদের কোন কোন রোগ সৃষ্টি করে

https://brainly.in/question/28031125

Similar questions