কই মাছের জন্যে দ্রবীভূত অক্সিজেন প্রয়োজন কেন ব্যাখ্যা কর
Answers
কৈ মাছের জন্য দ্রবীভূত অক্সিজেনের প্রয়োজনীয়তা
অন্যান্য মাছের মতো কৈ মাছও হলো একটি সম্পূর্ণরূপে জলজ প্রাণী।
·এখন আমরা জানি যে সকল প্রাণীর কাছে শ্বসনের জন্য প্রয়োজনীয় অক্সিজেন গ্যাস অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সকল জলজ প্রাণী জলে দ্রবীভূত অক্সিজেনকেই শ্বসনের জন্য ব্যবহার করে থাকে।
·একটি জলজ প্রাণী হওয়ার জন্য কৈ মাছকে জলে দ্রবীভূত অক্সিজেনের মাধ্যমেই তার প্রধান শ্বসনকার্য সম্পন্ন করে।
এখন কৈ মাছ ডাঙাতেও সাময়িকভাবে বায়বীয় অক্সিজেন শোষণ করে শ্বসন চালাতে সক্ষম হয়(accessory respiratory organ in anabas), কিন্তু এই বায়বীয় শ্বসন হল কৈ মাছের কাছে গৌণ ও সাময়িক পদ্ধতি।
জলজ অক্সিজেন গ্রহণই কৈ মাছের প্রধান এবং দীর্ঘস্থায়ী শ্বসন পদ্ধতি। তাই জলে দ্রবীভূত অক্সিজেন কৈ মাছের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
this is your needed answer pls follow pls mark as brainliest hope it helps