Music, asked by md7940181, 5 months ago

গ) উদ্দীপকে আহনাফের মায়ের সাথে ‘কাবুলিওয়ালা
সাদৃশ্যপূর্ণ ?—ব্যাখ্যা কর।​

Answers

Answered by Anonymous
7

মিনুর মায়ের প্রকৃতিঃ মিনুর মা অতিশয় সন্তান বাৎসাল্য হলেও প্রতিটি মায়ের মনে সন্তানের প্রতি এক বিশেষ টানের জন্য অন্যের উপর কিছুটা সন্দেহ প্রবণ। প্রতিটি মা ভাবেন কেউ তার সন্তানকে আদর সোহাগ দিয়া ভূলিয়ে তার থেকে আলাদা করে নিয়ে যেতে পারে। অথবা ছোট শিশুকে আদর ভালবাসা দিয়া তাকে হয়ত তুলে নিয়া যেতে পারে। কাবুলিওয়ালা গল্পে মিনুর মাও এর ব্যতিক্রম ছিলেন না। কাবুলিওয়াকে আগে থেকে চিনলেও তার সম্পর্কে বেশি কিছু জানতেন না। হঠাত এমন অপরিচিত বা অর্ধঃপরিচিত লোক বার বার কোন শিশুকে খাবার দিবে, আদর সোহাগ দিবে? নিশ্চয় কোন গোপন মতলব আছে। এই ভেবে মিনুর মা সদা সতর্ক থাকতেন আর তাই তিনি লেখককে চোখে চোখে দেখে একটু খোজ খবর নিতে বলেছিলেন যাতে তাহার সন্তানের সুরক্ষা বজায় থাকে। এক কথায় মিনুর মা কাবুলিওয়ালাকে সন্দেহ করতেন।

please follow me

Similar questions