English, asked by as6243597, 6 months ago

আল্লাহ পাকের ৫টি গুনবাচক নাম অর্থ সহ কী​

Answers

Answered by mdkazisefat961
23

Explanation:

আমাকে Brainlist Answer এ মার্ক করে দাও

আল্লাহ " নামটি উচ্চারণ করলে যেন মনে একটা প্রশান্তি অনুভব হয়। পবিত্র কুরআন ও হাদিস মতে মহান আল্লাহর অনেকগুলো গুনবাচক নাম রয়েছে। আর এর সংখ্যা হল ৯৯ টি। কিন্তু কেউ কেউ মনে করেন এর সংখ্যা ৯৯ এর অধিক প্রায় ৪০০০। নবী মুহাম্মদের (স) একজন সাহাবী  আব্দুল্লাহ ইবনে মাসউদ কর্তৃক বর্ণিত এক হাদিসে বলা হয়েছে,  আল্লাহ্ তার কিছু নাম মানবজাতির অজ্ঞাত রেখেছেন। ইসলাম ধর্ম মতে বুনিয়াদি নাম বা ভিত্তি নাম একটিই। আর তা হলো আল্লাহ্।

আল্লাহর ৯৯টি নামের গুরুত্ব

আল্লাহর নাম ও গুণাবলীর উপর ঈমান আনা ঈমানের স্তম্বসমূহের মধ্যে একটি। আর সে রুকুনগুলো হচ্ছে মহান আল্লাহর অস্তিত্বের  ঈমান, তার প্রভুত্বের উপর ঈমান, একমাত্র আল্লাহর ইবাদাত করতে হবে তার উপর ঈমান এবং আল্লাহর নাম ও গুণাবলীর উপর ঈমান। নাম ও গুনের ক্ষেত্রে মহান আল্লাহ তাআলাকে অদ্বিতীয় মানা তাওহীদের তিন প্রকারের মধ্যে একটি। সেগুলো হচ্ছে তাওহীদুর  রুবুবিয়্যাহ (প্রভুত্বের একত্ব), তাওহীদুল   উলুহিয়্যাহ (ইবাদাতের ক্ষেত্রে একত্ব) তাওহীদুল আসমা ওয়াস সিফাত (নাম ও গুনের ক্ষেত্রে একত্ব) তাওহীদুল আসমা ওয়াস সিফাত এর গুরুত্ব অনেক। আল্লাহর নাম ও গুণাবলী সম্পর্কে যথাযত জ্ঞান না থাকলে তা কোন ব্যক্তিকে পরিপূর্ণরূপে আল্লাহর ইবাদাত করার সুযোগ দেয় না। 

আল্লাহ তাআলা বলেনঃ 

"আর আল্লাহর জন্যে রয়েছে সুন্দরতম নামসমূহ। সুতরাং তোমরা তাকে সেসব নামের মাধ্যমেই ডাক। "

১. الله - আল্লাহ - আল্লাহ

যদি কেউ প্রতিদিন এই নামটি ১০০০ বার পাঠ করে, তবে আল্লাহ আপনার হৃদয় থেকে সমস্ত সন্দেহ এবং অনিশ্চয়তা দূর করবেন এবং দৃঢ় সংকল্প ও বিশ্বাসের ব্যবস্থা করবেন।

২. الرَّحْمَنُ - আর-রহমান - সবচাইতে দয়ালু, কল্যাণময়, করুণাময়

যিনি প্রত্যেক ফরয (বাধ্যতামূলক) নামাজের পর এই নামটি ১০০  বার পাঠ  করবে আল্লাহ তার স্মৃতিশক্তি বাড়িয়ে দিবেন, এবং ভারী হৃদয় থেকে মুক্ত হবে।

৩. الرحيم - আর-রহী'ম - অতিশয়-মেহেরবান

যিনি প্রত্যেক ফজর নামাজের পরে এই নামটি ১০০ বার পাঠ করবে তিনি প্রত্যেকে তার প্রতি বন্ধুত্বপূর্ণ হতে দেখবেন এবং তিনি সমস্ত দুনিয়াবী বিপর্যয় থেকে নিরাপদ থাকবেন।

৪. الْمَلِكُ - আল-মালিক - অধিপতি

যে ফজরের নামাজের পরে প্রতিদিন এই নামটি বহুবার পাঠ করে সে আল্লাহর অনুগ্রহে ধনী হবে।

৫. الْقُدُّوسُ - আল-ক্বুদ্দূস - পূতঃপবিত্র, নিখুঁত

প্রতিদিন যদি কেউ এটি ১০০ বার পাঠ করে তবে বিপদ কখনই কাছে আসে না।

Similar questions