World Languages, asked by baburiya925, 6 months ago

সুদানবাসির শারিরীক গঠন কেমন​

Answers

Answered by 5honey
3

বাদামী (ভিন্ন বানান বাদামি) একটি যৌগিক রঙ। মুদ্রণ বা চিত্রকলায় ব্যবহৃত সিএমওয়াইকে রঙ মডেলে লাল, কালো ও হলুদ মিশিয়ে বাদামি তৈরি করা হয়,[১][২] অথবা লাল, হলুদ ও নীল মিশিয়ে[৩] কম্পিউটার-টেলিভিশনের পর্দায় ব্যবহৃত আরজিবি রঙ মডেলে বাদামির উপাদান হলো নির্দিষ্ট অনুপাতে লাল ও সবুজ। প্রকৃতিতে কাঠ, মাটি, মানুষের ত্বক প্রভৃতিতে বাদামি রঙ দেখা যায়। এটি মূলত গাঢ় কাঠ বা উর্বর মাটির রঙ।[৪] ইউরোপ-আমেরিকার জনজরিপ অনুসারে লোকদের সবচেয়ে কম প্রিয় রঙ বাদামি। একে সাধারণত সরলতা, গ্রাম্যতা, মল ও দারিদ্র্যের রঙ বলে ভাবা হয়।[৫]

Similar questions