Chemistry, asked by opuhossainm12, 7 months ago

স্ফুটনাংক কাকে বলে? ​

Answers

Answered by payalchatterje
0

Answer:

যে তাপমাত্রায় কোন তরল পদার্থ বাষ্পে পরিণত হতে শুরু করে তাকে উক্ত পদার্থের 'স্ফ‌ুটনাঙ্ক' বলা হয়। অর্থাৎ যে তাপমাত্রায় কোন তরল পদার্থের বাষ্পীয় চাপ এক বায়ুমণ্ডল (1 atm) চাপের সমান হয় এবং তরলটি বুদবুদসহ ফুটতে থাকে,তাকে সেই তরল পদার্থের স্ফ‌ুটনাঙ্ক বলে।

Explanation:

স্ফুটনাঙ্ক, তাপমাত্রা যেখানে তরলের উপর চারপাশের চাপ তরলের বাষ্প দ্বারা চাপানো চাপের সমান হয়; এই অবস্থায়, তাপ যোগ করার ফলে তাপমাত্রা না বাড়িয়ে তরল তার বাষ্পে রূপান্তরিত হয়

Answered by barkinkar
0

যে পরিমাণ তাপমাত্রা দিলে কোন তরল পদার্থ বাষ্পে পরিণত হয় তাকে ওই পদার্থের স্ফুটনাঙ্ক বলে। অর্থাৎ যে তাপমাত্রায় কোন তরল পদার্থের বাষ্পীয় চাপ এক বায়ুমণ্ডল (1 atm ) চাপের সমান হয় এবং তরলটি বুদবুদসহ ফুটতে থাকে, তাকে সেই তরল পদার্থের স্ফুটনাঙ্ক বলে।

আরও তথ্য :

  • সেলসিয়াস স্কেলে জলের স্ফুটনাঙ্ক 100°সেলসিয়াস।

  • ফারেনহাইট স্কেলে জলের স্ফুটনাঙ্ক 212° ফারেনহাইট।

  • কেলভিন স্কেলে জলেরস্ফুটনাঙ্ক 373.2কেলভিন।

  • সেলসিয়াস স্কেলে মিথানলের স্ফুটনাঙ্ক : 64.7 °C

  • ফারেনহাইট স্কেলে মিথানলের স্ফুটনাঙ্ক 148.5 ° F

  • সেলসিয়াস স্কেলে অ্যাসিটোনের স্ফুটনাঙ্ক : 56°C

  • ফারেনহাইট স্কেলে অ্যাসিটোনের স্ফুটনাঙ্ক132.8°F

  • সেলসিয়াস স্কেলে অ্যালকোহলের স্ফুটনাঙ্ক 78.37°C

  • এবং ফারেনহাইট স্কেলে অ্যালকোহলের স্ফুটনাঙ্ক 173.1 °F

  • সেলসিয়াস স্কেলে নাইট্রোজেনের স্ফুটনাঙ্ক : -195.8°C

  • এবং ফারেনহাইট স্কেলে নাইট্রোজেনের স্ফুটনাঙ্ক-320.4 °

আরও পড়ুন :

স্ফুটনাংক কাকে বলে?

https://brainly.in/question/27975500

define boiling point

https://brainly.in/question/3080696

#SPJ3

Similar questions