Geography, asked by sajibbiswas4699, 5 months ago

ঢাকা র টোকিওর স্থানীয় সময়ের ব্যবধান ৩ ঘন্টা ১৭ মিনিট ১৬ সেকেন্ড টোকিওর দ্রাঘিমা ১৩৯.৪৫ পূর্ব হলে ঢাকার দ্রাঘিমা কতো​

Answers

Answered by aaru01
28

Answer:

টোকিও বা স্থানীয় জাপানি উচ্চারণে তৌকিঔ[টীকা ১] (জাপানি ভাষায়: 東京 তৌক্যৌ) পূর্ব এশিয়ার প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র জাপানের বৃহত্তম শহর ও রাজধানী। সরকারীভাবে এটি তৌকিঔ-তো (東京都) অর্থাৎ টোকিও মহানগরী নামে পরিচিত। এটিকে জাপানের ৪৭টি জেলার একটি হিসেবে গণ্য করা হয়।[১][২] টোকিও বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ শহরগুলির একটি। এর আয়তন প্রায় ২৪০ বর্গকিলোমিটার। মূল শহরে প্রায় ৯০ লক্ষ লোকের বাস। বৃহত্তর টোকিও মহানগর এলাকাতে প্রায় ১ কোটি ৩০ লক্ষ লোকের বাস, যা জাপানের মোট জনসংখ্যার এক দশমাংশ; এটি বিশ্বের সবচেয়ে জনবহুল বৃহত্তর মহানগর এলাকা।[৩] টোকিও থেকে বন্দরনগরী ইয়োকোহামা পর্যন্ত অঞ্চলটি অবিচ্ছিন্নভাবে জন-অধ্যুষিত বলে কিছু বিশেষজ্ঞ টোকিও-ইয়োকোহামাকে একটিমাত্র মহানগর এলাকা হিসেবে গণ্য করেন, যার জনসংখ্যা প্রায় ৩ কোটি ৮০ লক্ষ।

Answered by karmokergourob35
6

Answer:

ররয়লভদ ঢ়ভথঢ়ভলদলফরল ডলডর ডথড। ড পর্ব ডরড ডরঠলড ডথঢ্য ব্লগ ঢডরলড ঢযডর ঢরঢ ঢ ভয় গত গড় গতির হয় যডথড ঢরডদ গড় ঢথড ঘর ঘর ঢরডল ভয় গর্ব মল গত লঠঠড বল বয় গড় গড় ভয় ভয় বল বয় দঢ ব্লগ ভয় ব্লগ ভয় বল ঘুম গর্ব ভয় লফছবথ ভয় ঢদভ ঢদভ যে থ ভয় ঢুড মূড ঘথড

Similar questions