Sociology, asked by mdkaber93, 6 months ago

১) নক্ষত্র
কাকে বলে?
সৌরজগতের গ্রহগুলাের চিত্রসহ বর্ণনা
দাও ।
বিশ্ব ও
২) ঢাকা ও টোকিওর স্থানীয় সময়ের
চত্র পঠন। ব্যবধান ৩ ঘন্টা ১৭ মিনিট ১৬ সেকেন্ড।
টোকিওর দ্রাঘিমা ১৩৯° ৪৫ পূর্ব হলে
ঢাকার দ্রাঘিমা কত?​

Answers

Answered by MdNasirul8720
0

Answer:

1যেসব জ্যোতিষ্কের নিজস্ব আলো আছে তাদের নক্ষত্র বলা হয়। যেমন সূর্য একটি নক্ষত্র। কারণ এর নিজস্ব আলো আছে।

প্রশ্ন: গ্রহ ও নক্ষত্রের মধ্যে পার্থক্য কী?

উত্তর: গ্রহ ও নক্ষত্রের মধ্যে পার্থক্য নিচে দেখানো হলো—

গ্রহ নক্ষত্র

১। গ্রহের নিজস্ব আলো নেই। ১। নক্ষত্রের নিজস্ব আলো আছে।

২। গ্রহ-নক্ষত্রকে কেন্দ্র করে ঘোরে। ২। নক্ষত্র গ্রহকে কেন্দ্র করে ঘোরে না।

৩। গ্রহ-নক্ষত্রের তুলনায় বড় হয় না। ৩। নক্ষত্র গ্রহের তুলনায় অনেক বড় হতে পারে।

প্রশ্ন: গ্যালাক্সি কাকে বলে?

উত্তর: অনেক নক্ষত্র মিলে যে বিশাল সমাবেশ হয়, তাকে গ্যালাক্সি বলে। যেমন সূর্যের মতো অনেক নক্ষত্র মিলে একটি গ্যালাক্সি।

প্রশ্ন: চাঁদ ও সূর্য সমান দেখায় কেন?

উত্তর: সূর্য পৃথিবী ও চাঁদের চেয়ে অনেক বড়। পৃথিবী আবার চাঁদের চেয়ে অনেক বড়। কিন্তু পৃথিবী থেকে চাঁদের তুলনায় সূর্যের দূরত্ব অনেক বেশি। আর দূরত্বের পার্থক্যের কারণেই চাঁদ ও সূর্য সমান দেখায়।

Similar questions