Social Sciences, asked by nzmarjan91, 7 months ago

নিচের প্রশ্নগুলাের উত্তর দাও
১। মুক্তিযুদ্ধে বাংলাদেশের বিজয়ের কারণগুলাে বর্ণনা কর।
২। ভারত উপমহাদেশের বিভিন্ন প্রচীন সভ্যতা ও রাজবংশগুলাের
একটি তালিকা তৈরি কর।
৩। সভ্যতার ইতিহাসে পারসীয়দের দুইটি বড় অবদান বর্ণনা কর।​

Answers

Answered by mdsabbirh607
3

Answer:

answer ১, ১৯৪৭ সালে পাকিস্তান রাষ্ট্রের জন্ম হয় ।দেশটি ছিল দুইটি অংশে বিভক্ত পূর্ব পাকিস্তান ও পশ্চিম পাকিস্তান ।পাকিস্তানের রাজধানী ছিল পশ্চিম পাকিস্তানের, ক্ষমতাও ছিল পশ্চিম পাকিস্তানি দের হাতে। অনেক আন্দোলন, সংগ্রামের মাধ্যমে ব্রিটিশদের কাছ থেকে অর্জিত স্বাধীনতা-পূর্ব পাকিস্তানীরা স্বাধীনতার স্বাদ পায়নি ।পশ্চিম পাকিস্তানীরা তখন থেকেই পূর্ব পাকিস্তান অর্থাৎ বাঙ্গালীদের উপর বৈষম্য, শ্বসন শুরু করে।পাকিস্তানিরা প্রথম আক্রমণ করল বাঙ্গালীদের সংস্কৃতি অর্থাৎ মাতৃভাষা বাংলার ওপর ।তারপর রাজনৈতিক অধিকারের উপর।২৫ শে মার্চ,১৯৭১গভীর রাতে ভারী অস্ত্র আর ট্যাংক বহর নিয়ে এদেশের ঘুমন্ত মানুষের ওপর পাকিস্তানিরা ঝাঁপিয়ে পড়ে এবং নির্বিচারে হত্যা চালাই। ১৯৭১ সালে ২৫ শে মার্চ মধ্যরাতে শেষ অর্থাৎ 26 শে মার্চ প্রথম প্রহরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়ে একটি বার্তা সারা দেশে পাঠিয়ে দেন। অনেক রক্ত ও আত্মত্যাগের বিনিময়ে আমরা 16 ডিসেম্বর বিজয় অর্জন করেছি। এই দিনটি আমরা বিজয় দিবস হিসেবে পালন করি।সেদিন 93,000 পাকিস্তানি সৈন্য আত্মসমর্পণ করতে বাধ্য হয়েছিল। বঙ্গবন্ধুর নেতৃত্বে বাঙালি জাতি বাংলাদেশের নামক একটি স্বাধীন রাষ্ট্র অর্জন করল।তাই বঙ্গবন্ধু বাঙালি জাতির পিতা এবং বাংলাদেশের স্থপতি।

Similar questions