Math, asked by sozibkhann79, 7 months ago

সাইকাস, সুপারি গাছ, মস কাঠাল গাছ, সরিষা উদ্ভিদগুলো কোন ধরনের, তাদের বৈশিষ্ট লিখ​

Answers

Answered by tasmiya203
16

সাইকাস একটি নগ্নবীজী উদ্ভিদ।

বৈশিষ্ট্য ঃ

১।এসব উদ্ভিদের ফুলে ডিম্বাশয় না থাকায় ডিম্বকগুলো নগ্ন থাকে।

২।ডিম্বক পরিণত হয়ে বীজ উৎপন্ন করে।

সুপারি গাছ, কাঁঠাল গাছ ও সরিষা আবৃতবীজী উদ্ভিদ।

বৈশিষ্ট্য ঃ

১।এসব উদ্ভিদের ফুলে ডিম্বাশয় থাকে।

২।ডিম্বকগুলো ডিম্বাশয় এর ভিতরে সজ্জিত থাকে।

মস একটি অপুষ্পক উদ্ভিদ।

বৈশিষ্ট্য ঃ

১।এদের দেহ গ্যামেটোফাইট।

২।এরা সবুজ ও স্বভোজী।

৩। এদের পাতা সরল হয়ে থাকে

i hope it will work

Similar questions