সততার পুরস্কার গল্পে তৃতীয় ব্যক্তির মাসিকতার সংক্ষিপ্ত পরিচয় দাও?
Answers
Answered by
3
Answer:
ইহুদি বংশে তিনজন লোক এ লক্ষ্যে পরীক্ষা করার জন্য আল্লাহ একজন ফেরেশতা পাঠান। তৃতীয়জন ছিল অন্ধ। ফেরেশতার অনুগ্রহে তার শারীরিক সমস্যা দূর হলো। তিনি সুন্দর স্বাভাবিক মানুষের মতো নিজের চোখ ফিরে পেল। শুধু তাই নয় ফেরেশতার কৃপায়,তিনি একটি গাভী ছাগল পেলেন। তিনি এক ছাগল থেকে বহু ছাগলের মালিক হলেন।কিছুদিন পর তার পরীক্ষা করার জন্য ফেরেশতা গরিব বিদেশি ছদ্মবেশে তার কাছে হাজির হলেন। তিনি তার কাছে গিয়ে তাদের তাদের আগের দুরাবস্থার কথা স্মরণ করিয়ে দিয়ে তাকে কিছু সাহায্য করতে পারলেন। তৃতীয়জন নির্বিধায় তাকে তার ইচ্ছে মত সবকিছু দিতে রাজি হলো। আল্লাহ তার উপর খুশি হল এবং তার সম্পদ তার রয়ে গেল।
Similar questions