৩. নবি-রাসুলের পার্থক্য বর্ণনা কর।
Answers
Answered by
5
Answer:
বইয়ে সুন্দর করে দেওয়া আছে।
Answered by
13
Answer:
Explanation:
নবী রাসুলের মধ্যে পার্থক্য হচ্ছে
১. আল্লাহ তা আলা প্রেরিত যেসব পয়গম্বরদের উপর নতুন বিধি-বিধান অথবা আসমানী কিতাব নাযিল হয়েছে তাদেরকে রসূল বলে। অন্যদিকে যেসব পয়গম্বরগণ অন্য অন্য পয়গম্বর এর উপর নাযিলকৃত বাণী অথবা বিধি-বিধান প্রচার করতেন তাদেরকে নবী বলে।
২. প্রত্যেক রাসূল নবী কিন্তু প্রত্যেক নবী রসূল না।
৩. নবীর সংখ্যা তুলনামূলক অনেক বেশি অন্যদিকে রাসূলের সংখ্যা তেমন বেশি না তবে কোরআন মাজিদে মোট 25 জন নবী রাসূলের নাম উল্লেখ রয়েছে।
Similar questions