Computer Science, asked by midulkabir07, 8 months ago

ওয়াড প্রসেসিং প্যাকেজ কোন ধরনের প্রোগ্রাম বর্ণনা কর

Answers

Answered by rudro06
50

Answer:

brainliest please

Explanation:

ওয়ার্ড প্রসেসিং এর অর্থ হচ্ছে শব্দ প্রক্রিয়াকরণ। কম্পিউটারের কি-বাের্ডের মাধ্যমে শব্দ টাইপ করে সম্পাদনা ও অন্যান্য কাজ করে প্রয়ােজন অনুযায়ী সুন্দরভাবে সাজিয়ে কাগজে ছাপানাের প্রক্রিয়াকে ওয়ার্ড প্রসেসিং বলা হয়। ওয়ার্ড প্রসেসিং এর জন্য কম্পিউটারে যে সব সফটওয়্যার ব্যবহার করা হয় তাকে ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার বলা হয়। আমেরিকার বিখ্যাত মাইক্রোসফট কর্পোরেশন কর্তৃক বাজারজাতকৃত মাইক্রোসফট ওয়ার্ড (এম এস ওয়ার্ড) হচ্ছে সবচেয়ে বেশি ব্যবহার করা একটি স্ট্যান্ডার্ড ওয়ার্ড প্রসেসিং প্রােগ্রাম।

ওয়ার্ড প্রসেসিং এর বৈশিষ্ট্য

১. যে কোন ধরনের চিঠিপত্র তৈরি করা যায়।

২. ভুলভ্রান্তি পুনরায় ঠিক করা যায়।

৩. সকল তথ্য ইলেকট্রনিক্স এবং কাগজে ধারণ করা যায়।

কাজের ধারাঃ

ওয়ার্ড প্রসেসিং প্যাকেজ রান করা

১. কম্পিউটার সঠিকভাবে চালু করার পর ডেস্কটপে Start বাটনে ক্লিক করুন।

২. Programs থেকে Microsoft Word এ ক্লিক করুন।

৩. তাহলে Microsoft Word প্রােগ্রাম চালু হবে।

Similar questions