Social Sciences, asked by AHABIR, 5 months ago

বাংলার নবজাগরণ ও তৎকাৰ্শন সমাজ ব্যবস্থার পরিবর্তনে প্রতিনিধিত্বকারী
বিভিন্ন ব্যক্তির গুরুত্বপূর্ণ অবদান বর্ণনা কর।
বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে ৭ই মার্চের বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাঘণের তাৎপর্য বিশ্লেশন কর।​

Answers

Answered by lakshimi0
1

Answer:

hiiiiiiiiiiiiiiiiii

Explanation:

please mark me brainlists

Answered by kothasarker88
2

নবজাগরণে নবজাগরণে রাজা রামমোহন রায় রবীন্দ্রনাথ ঠাকুর ও ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান অনেক রাজা রামমোহন রামমোহন রায় সতীদাহ প্রথার বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছিলেন রাজা রামমোহন রায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সমাজ সংস্কারে হাত দেন ডিরোজিও বিদ্যাসাগর ও জ্ঞান চর্চার ধারা তৈরি করেন আবার বিদ্যাসাগর বঙ্কিমচন্দ্র মাইকেল মধুসূদন দত্ত ও রবীন্দ্রনাথের হাতে বাংলা ভাষা ও সাহিত্যের বিকাশ ঘটে বাংলা সাহিত্যে মীর মশাররফ হোসেন শরৎচন্দ্র কাজী নজরুল ইসলামের অবদান ব্যাপক 1821 সালে শ্রীরামপুরে মুদ্রণ যন্ত্র স্থাপন ও বাংলার মানুষের মনকে মুক্ত করা ও জাগিয়ে তোলার ক্ষেত্রে আরেকটি পথ তুলে দেয় এর ফলে বই-পুস্তক চেপে জ্ঞানচর্চা কে শিক্ষিত সাধারণের মধ্যে ছড়িয়ে দেওয়া ও সাহিত্য দেওয়ার পথ সুগম সংবেদনশীল মানুষের নজর যায় সমাজের দিকে সমাজের অনাচার দিয়ে যেমন তারা আত্মসম্মান করেছেন তেমনি শাসকদের অবিচারের বিরুদ্ধে কঠোর ভাষায় সমালোচনা করেন বাংলা ভাষায় সংবাদপত্র প্রকাশ করে জনমত সৃষ্টিতে এগিয়ে আসে অনেকে ইংরেজ মিশনারি উইলিয়াম কেরি খ্রিস্টধর্ম প্রচার ‌ প্রচার ছাড়া নানা সামাজিক কাজে যুক্ত ছিলেন তিনি।

Similar questions