একজন শিক্ষার্থী হিসেবে ইন্টারনেটে তুমি কি কি সুবিধা ভোগ করতে পারবে
Answers
Answered by
0
উত্তরঃ একজন শিক্ষাথী ইনটারনেট থেকে বিভিন্ন ধরনের সুযোগ—সুবিধা পেতে পারে। হঠাৎ যদি কোনো ছাত্র–ছাত্রীর কোনো টেক্সট বই হারিয়ে যায়, তাহলে সে ইনটারনেট ব্যবহার করে এনসিটিবিতে গিয়ে কাক্কিত বইটি ডাউনলোড করে নিতে পারে। জেএসসি পরীক্ষার ফলাফল সরাসরি ইনটারনেট থেকে জেনে নেওয়া যায়। পাঠ্য বিষয়ের কোনো কিছু বুঝতে না পারলে ইনটারনেট ব্যবহার করে বিভিন্ন রেফারেন্স বইয়ের সাহায্য নিয়ে সেটি জানা যায়।সম্প্রতি আমাদের দেশে পীপিলিকা নামে বাংলা সাচ ইঞ্জিন তৈরি হয়েছে। এখানে বাংলাতে বিভিন্নধরনের বিষয় খুঁজে পাওয়া যায়। দিনে দিনে এটি আরও সমৃদ্ধ হচ্ছে।
Similar questions