Science, asked by chaushe02, 4 months ago

ব্যক্টেরিয়াকে আদি কোষী বলা হয় কেন?​

Answers

Answered by siya125
10

Answer:

\huge\boxed{\fcolorbox{blue}{purple}{Answer}}

ব্যাকটেরিয়া কোষে কোনো সুগঠিত নিউক্লিয়াস থাকে না। এ কোষের নিউক্লিয়াস কোনো পর্দা দিয়ে আবৃত থাকে না, তাই নিউক্লিওবস্তু সাইটোপ্লাজমে ছড়ানো থাকে। এর কোষে মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ইত্যাদি অঙ্গাণু থাকে না তবে রাইবোজোম থাকে। ব্যাকটেরিয়ার ক্রোমোজোমে কেবল DNA থাকে। এ সকল কোষীয় বৈশিষ্ট্যসমূহ আদিকোষী জীবের কোষীয় বৈশিষ্ট্যের অনুরূপ বলে ব্যাকটেরিয়াকে আদিকোষী জীব বলা হয়।

Answered by cutybunnykristy
0

Explanation:

কারণ ব্যাকটেরিয়াতে প্রকৃত নিউক্লিয়াস থাকে না এতে পেঁচানো ডিএনএ থাকে এছাড়াও এটি একটি প্রোক্যারিওটিক কোশ।

hope it'll help you make it brainliest

Similar questions