Math, asked by samaul697, 4 months ago

সুভা গল্পে সুভার চরিত্র বিশ্লেষণ কর​

Answers

Answered by ShefaliGuha
5

Answer:

sorry ,

ektu bujhe niyo ami bangla te likhe ta parbo na .....

Step-by-step explanation:

Rabindra nath er lekha subha namok choto golpo ti te subha chorito ta khub nishpap, subha holo ek jon gram er meye , golpe subha boba chilo , se kono din oo tar nijer bhalo laga ,kharap laga kau ke bolte pare ni tobuo se anonde thak to , nijer sukh dukho tar dui bondhu ( cow) er songe bhag kore nito , subha nijer kosto , nijer dukho kau ke bojhate pare na , subha tar moner manusher kotha o kau ke bolte pare ni, (love)......

apatoto amar eto tai mone ache , sorry ,ami ekhon class ix e pori , jodi mone thak to tahole puro ta bistare bole ditam, sorry....... kichu bhul hole khoma kore dio sorry ☹️

Answered by Manjula29
13

সুভা গল্প টি রবীন্দ্রনাথ ঠাকুর এর লেখা, সুভা ছিল একজন বোবা মেয়ে , এই মেয়েটির প্রতি লেখকের হৃদয় বিদারক সমবেদনা ও মমতা গল্প টি কে অমর করেছে।

প্রকৃতির সঙ্গে এক অকৃত্রিম নিবিড়তা সাহিত্যিক রবীন্দ্রনাথের চিরন্তন শিল্পবৈচিত্র্য। বাণীকণ্ঠের কণিষ্ঠা বােবা কন্যা সুভাষিণীকে আশ্রয় করে রবীন্দ্রনাথ এক বিমূর্ত যন্ত্রণার অব্যক্ত অভিব্যক্তিকে প্রকাশ করেছেন এই গল্পে। গল্পে দেখা গিয়েছে, পিতা তার অন্য দুটি মেয়ে সুকেশিনী ও সুহাসিনীর সঙ্গে নামের মিল রেখে ছােটো মেয়েটির নাম রাখে সুভাষিণী। কিন্তু সে বােবা। তাই, অন্য দুটি মেয়ের বিবাহ হলেও সুভার জন্য পাত্র পাওয়া যায় না। কথা না-বললেও সে যে অনুভব করতে পারে, তা তার পরিবারের মানুষদের মনে হয় না। সেইজন্য তারা সুভার সামনেই তার ভবিষ্যৎ সম্বন্ধে দুশ্চিন্তা প্রকাশ করত। মাতা তার প্রতি বিরাগভাজন হলেও পিতা তাকে খুব ভালােবাসতেন। সুভা কথা না বললেও তার গভীর সুদীর্ঘ পল্লববিশিষ্ট কালাে চোখ ও ওষ্ঠাধর তার শরীরের ভাব ও ভাষা হয়ে ফুটে উঠত। সাধারণ বালকবালিকারা তাকে ভয় করত। তাই সে শব্দহীন ও সঙ্গীহীন। স্বাভাবিক মানুষের সাথে সুভার বন্ধুত্ব না হলেও প্রকৃতি কিন্তু তার দিকে দু হাত বাড়িয়ে দিয়েছিল , আমরা দেখতে পাই ছাগল, গরু, বেড়াল ছানা ছিল সুভার বন্ধু, প্রকৃতির সঙ্গে ভালবাসার সম্পর্ক ছিল তার, নদীর কল কল সব্দ, পাখির কলরব সুভার মূক জীবনের শব্দের অভাব দুর করেছিল,  

 এখানে নদীর কলতান, মাঝির গান, পাখির ডাক, তরুর মর্মর যেন এই বােবা মেয়েটির হয়ে কথা বলে। সর্বশী ও পাঙ্গলি নামক গােয়ালের দুটি গাভি ছিল সুভার অন্তরঙ্গ বন্ধু।

Similar questions