তুমি কীভাবে আল্লাহর গুণে গুণান্বিত হতে পার?
Answers
Answer:
ব্যক্তিগত জীবনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব বিশ্লেষন করে প্রযুক্তি নির্ভর বিশ্ব শিরোনামে একটি প্রবন্ধ লিখ
Answer:
আল্লাহর রং বা গুণ হল আল্লাহ তায়ালার গুণবাচক ৯৯ টি নাম। আল্লাহর নামাবলী আত্মস্থ করার বা ধারণ করার অর্থ হল সেগুলোর ভাব ও গুণ অর্জন করা এবং সেসব গুণাবলী ও বৈশিষ্ট্য কাজকর্মে, আচরণে প্রকাশ করা তথা নিজেকে সেসব গুণের অধিকারী হিসেবে গড়ে তোলা। যেমনঃ
আল্লাহ হলে আল-গফ্ফার মানে মার্জনাকারী। আল্লাহ্ ক্ষমাশীল। আমাদের নবীজিও (সা.) ক্ষমরা মহৎ উদাহরণ ছিলেন। তাই আমারাও চেষ্টা করবো মানুষদের ক্ষমা করতে।
আল্লাহ হলেন আল-মুই’জ্ব অর্থাৎ সম্মানপ্রদানকারী। আমরাও চাইলে মানুষদের সম্মান করতে পারি। বড়দের সালাম আর ছোটদের স্নেহ করতে পারি।
আল্লাহ মহাপবিত্র। আমরাও সর্বদা পরিস্কার পরিচ্ছন্ন এবং পবিত্রতা বজায় রাখতে পারি।
আল্লাহর এমন অসংখ্য গুণগুলো আমরা যদি ধারন করে চলতে পারি তাহলে আমরাও আল্লাহর গুণে গুণান্বিত হতে পারবো ইনশাল্লাহ |
এটি একটি বাংলা প্রশ্ন |
আরও দুটি বাংলা প্রশ্ন:
https://brainly.in/question/9179234
https://brainly.in/question/5630001