অ্যাসাইনমেন্ট/নির্ধারিত কাজ
মূল্যায়ন
নি
বর্তমান বিশ্বের প্রতিটি ক্ষেত্রেই তথ্য প্রযুক্তির
ব্যপক ব্যবহার হচ্ছে। বাংলাদেশ ও তার
ব্যতিক্রম নয়। তথ্য ও যােগাযােগ প্রযুক্তি
কোথায় কোথায় ব্যবহার করা যায়, বর্ণনা কর।
নয় যা যা থাকতে হবে
ভূমিকা
ব্যবহারের ক্ষেত্রসমূহ
প্রযুক্তি ব্যবহারের সুবিধাসমূহ
উপসংহার)
Answers
Answer:
ভমিকা
আধুনিক জীবনের সাধে তথ্য ও যােগাযােগ প্রযুক্তি ওতপ্রােতভাবে জড়িত। প্রাচীন সভ্যতা থেকে শুরু করে
আজকের এই নগর সভ্যতার দিকে তাকালে আমরা এক ভূতপূর্ব পরিবর্তন লক্ষ করতে পারি। এই
যুগান্তকারী পরিৱর্তন এনে দিয়েছে তথ্য ও যােগাযােগ প্রযুক্তি। সমাজের যে স্তরে এখনাে বিজ্ঞানের ছোঁয়া
লাগেনি সে ভরে এখনো উন্নতির ছোঁয়া প্ৰৱেশ করতে পারেননি। তাই বলা যায় যে সভ্যতার উন্নয়নের মূলে
রয়েছে তথ্য ও যােগাযােগ প্রযুক্তি। পিটার প্রেইল বলেছেন
"Technology just means information technology."
ব্যবহারের ক্ষেত্র সময়
বর্তমান পৃথিবীতে যে দেশের মানুষজন লেখাপড়া শিখে শিক্ষিত যারা জ্ঞান চর্চা করে সেই দেশ হয়ে
সুম্পদশালী দেশ। তথ্যের চর্চা আর বিশ্লেষণ থেকে জ্ঞান জন্ম নেয় তাই যে দেশ তথ্য ও যােগাযােগ প্রযুক্তি
ব্যবহার করে তথ্য সংগ্রহ করতে পারে বিশ্লেষণ করতে পারে সেই দেশ হতুে পৃথিবীর সম্পদশালী দেশ।
বাংলাদেশে ব্যাপকভাবে তধ্যপ্রযুক্তির ব্যবহার লক্ষ্য করা স্বায়।
(ক) কষিক্ষেত্রে
এৱন কুষিক্ষেত্রে ব্যাপকভাবে আইসিটি ব্যবহার করা হচ্ছে। ইন্টারনেটে ওয়েবসাইট তৈরি হয়েছে যেখানে
কৃষিবিষয়ক নেক তথ্য সম্পর্কে কৃষকেরা জানতে পারে তাছাড়া মােবাইলে কৃষি পরামর্শ দেওয়া হচ্ছে।
(খ) চিকিৎসাক্ষেত্রে
চিকিৎসা ক্ষেতে ব্যাপকভাবে তথ্য প্রযুক্তির ব্যাবহর লক্ষ্য করা যায়। রোগীর তথ্য সংরক্ষণ থেকে শুরু করে
আধুনিক যন্ত্রপাতির মাধ্যমে রােগ নির্ণয় টেলিমেডিসিন প্রভৃতি ক্ষেত্রে প্রযুক্তির ব্যবহৃর হচেছ। বর্তমানে
সুনে ডাগনেস্টিক সেন্টার কর্মীদেরকে অনাহলে রিপাের্ট দেখার সুযােগ করে দিচ্ছে।
(গ) পরিবেশ ও আবহাওয়া
আবহ্বওম্নার পূর্বাভাস দেওম্নার জন্য এখন আইসটির ব্যবহার করা হচ্ছে। ১১ মে ২০১৮ সালে বঙ্গবন্ধু
সাটেলাইট-১ করার হয়। বড় প্রাকৃতিক দুর্যোগের সময় মােবাইল নেটওয়ার্ক অচল হয়ে পড়লে তখন
স্যাটেলাইট এর মাধ্যমে দুর্গত এলাকায় যােগাযােগব্যবস্থা চালু রাখা সম্ভব হবে।
এ গবেষণা
গবেষণায় আইসিটির ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা অনেক জটিল গবেষণা অনেক সহজে প্রযুক্তি
ব্যবহারের মাধ্যমে করতে পারছি।
(৬। ব্যাংকিং
বর্তমানে প্রায় সব ব্যাংক অনলাইন সেবা দিচ্ছে ফলে এটিএম মেশিন থেকে যেকোনাে সময় টাকা তােলা
যায় অহুড়া বর্তমান ব্যাংকগুলাে ব্যাংকিং সেবা প্রদান করছে।
(চ) শিক্ষা ক্ষেত্রে
বর্তমানে তথ্য ও যােগাযােগ প্রযুক্তির যুৱ শুধু গবেষণা আটকে নিন ৰূড় শিক্ষা ক্ষেৰে প্রযুক্তির ব্যবহার
অত্যাধিক হারে চাক্ষ্য করা যায় শিক্ষার্থীরা তাদের শিক্ষার প্রয়ােজনেপ্রযুক্তি ব্যবহার করছে শিক্ষাক্ষেতে
মাল্টিমিডিয়া ক্লাস ডিজিটাল ডিকশনারি বুকঅনলাইন ক্লাস খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
বেকস মেলে
ব্যৱসাক্ষেত্রে তথ্য ও যােগাযােগ প্রযুক্তির ব্যবহার বেড়েছে চোখে পরার মত। আমাদানি, রপ্তানি বেড়েছে
কয়েকগুন। এর পিছনে মূল কারন হল উন্নত যােগাযােগ ব্যাবস্থা। ফলে অর্জিত হয়েছে প্রচুর বৈদেশিক
মুদ্রা যা দেশের জিডিপিতে ইতিবাচক প্রভাব ফেলছে। তাছাড়া বর্তমানে বাংলাদেশে ই-কমার্সের ব্যাপক
প্রযুক্তি ব্যবহারের সুবিধা
বর্তমান বিশ্বে এধ্য ও যােগাযােগ প্রযুক্তির ব্যবহারের সুবিধা বলে শেষ করা যাবে না। সকালে ঘুম থেকে উঠে
রাতে ঘুমােতে যাওয়া মুহূর্ত পর্যন্ত আমরা প্রযুক্তি ব্যবহার করছে প্রযুক্তি ব্যবহার করে আমরা আমাদের
সময়ৰুে আমাদেল্ল হাতের মুঠোয় নিয়ে এসেছে কৃষি প্রযুক্তি দৌলতে আজ সারা বিশ্বে মােট জনসংখ্যার
খাদ্যের চাহিদা মেটানাে সম্ভব হয়েছে প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ঘরে বসেই শিক্ষার্থীরা বিদেশে উচ্চশিক্ষার
জন্য স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযােগ পাচে প্রযুক্তির বলেঘরে ঘরে বিদ্যুৎ বাতি জ্বলছে পাখা হিটার
রেডিও টিভি ফ্রিজ ভিসিআর বিসিবি লিভএয়ার কুলার কম্পিউটার চলছে শহর-নগরে যে আকাশচুম্বী
বহুতল ভবন গড়ে উঠেছেআমরা ষেবাস-ট্রাক ট্যাক্সিতে করে যাওয়ার করছিসর সবগুলােই প্রযুক্তির
चवमाना
উপসংহার
কালের বিবর্তনে মানব জীবন এবং তথ্য ও প্রযুক্তি একে অপরের সঙ্গে ওতপ্রােতবে জড়িয়ে গেছে
দৈনন্দিন জীবনের প্রতিটি মুহূর্তে তথ্য ও যােগাযােগ এর অবদান রয়েছে মানব জীবনে বিমানের এ
ব্যৱহ্বরকে তৰাচক দিকে রাখতে হবে তথ্য ও প্রযুক্তির আলোর প্রতিটি মানুষকে আলােকিত করতে হবে
সমস্ত কলুষতা ঘের্কে তথ্য ও যােগাযােগ প্রযুক্তিকে মুক্ত করার জন্য সকল ধরনের সুপব্যবহর ঘেকে এধ্য
কে সরিয়ে রাখতে হবে তবেই মানবসভ্যতা যথার্থ উন্নয়ন সম্ভব।