Math, asked by mdamin3538, 5 months ago

আকাইদ ও ফিকাহ কুরআন ও সুন্নাহর আলোকে জঙ্গিবাদ ও সন্ত্রাস নির্মূল​

Answers

Answered by payalchatterje
0

Answer:

আকাইদ ও ফিকাহ কুরআন ও সুন্নাহর আলোকে জঙ্গিবাদ ও সন্ত্রাস নির্মূল:

জঙ্গি ও জঙ্গিবাদ শব্দদ্বয় ইংরেজি (militant, militancy) শব্দদ্বয়ের অনুবাদ। ইদানিং এগুলি আমাদের মধ্যে অতি পরিচিত ও অতিব্যবহৃত। শব্দগুলি কিছু দিন আগেও এত প্রচলিত ছিল না। আর আভিধানিক বা ব্যবহারিকভাবে এগুলি নিন্দনীয় বা খারাপ অর্থেও ব্যবহৃত হতো না। শাব্দিক বা রূপক ভাবে যোদ্ধা, সৈনিক বা যুদ্ধে ব্যবহৃত বস্ত্ত বুঝাতে এ শব্দগুলি ব্যবহৃত হতো।

ইসলামের ইতিহাসে জঙ্গিবাদের প্রথম সূচনা হয় আলী রাঃ এর জমানায়।জঙ্গি বাংলা শব্দ। আরবি খারেজি যেহেতু জঙ্গিদের মূলমন্ত্র বা মূল দর্শন কুরআন। ইসলামি জঙ্গিবাদ নির্মূলের একমাত্র উপায় হচ্ছে সেই মূল উৎস। যেটা থেকে জঙ্গিরা উৎসাহ পায় সেটাকে সনাক্ত করা। আর সেটা হলো স্বয়ং কুরআন। সুতরাং কুরআনকে বাদ দিলেই ইসলামি জঙ্গিবাদ থাকবে না। কিংবা কুরআনের জঙ্গিবাদের উস্কানিমূলক যে আয়াতগুলি রয়েছে সেগুলো বাদ দিতে হবে।অনেকে বলেন জঙ্গিবাদ আমেরিকা সৃষ্ট তারা ভুল। তাহলে সাহাবীরা খারেজি জঙ্গীদের হাতে খুন হলেন কেন।সুতরাং জঙ্গিবাদ আমেরিকা সৃষ্ট নয়। কুরআন থেকে সৃষ্ট।

এটি একটি বাংলা প্রশ্ন |

আরও দুটি বাংলা প্রশ্ন:

https://brainly.in/question/9179234

https://brainly.in/question/5630001

Similar questions