English, asked by Islam705, 6 months ago

মিয়োসিসকে হ্রাসমূলক বিভাজন বলা হয় কেন বর্ণনা কর​

Answers

Answered by ssroad51
1

Answer:

আমি আশা করি, আপনি কোষ বিভাজন কি তা জানেন এবং এও জানেন যে আমাদের শরীরে দুই রকম কোষ বিভাজন(Cell division) হতে পারে।প্রথমটি হলো, আপনার বৃদ্ধির জন্য মাইটোসিস কোষ বিভাজন আর অন্যটি হলো মেয়োসিস কোষ বিভাজন।এখন আপনার প্রশ্নে আসি।কেনই বা মেয়োসিস বিভাজনকে হ্রাসমূলক বিভাজন বলা হয়?

তবে চলুন জেনে আসা যাক!

সহজে এবং সংক্ষেপে উত্তর দিলে বলা যায়, এই বিভাজনে জনন মাতৃকোষে যে সংখ্যাক ক্রোমোসোম থাকে তা নতুন তৈরিকৃত অপত্য কোষগুলোতে অর্থাৎ, শুক্রাণু কিংবা ডিম্বাণুতে এসে অর্ধেক হয়ে যায়। আর ক্রোমোসোম অর্ধেক হওয়া মানে ডিএনএ র সংখ্যাও অর্ধেক হয়ে যায়। আর এজন্যই মূলত এই মেয়োসিস কোষ বিভাজনকে হ্রাসমূলক বিভাজন (Reduction cell division) বলা হয়। আপনি হয়তো জানেন , মেয়োসিস বিভাজন ২ ধাপে শেষ হয়। প্রথম ধাপে একটি মা্তৃ জনন কোষ(2n) থেকে নতুন ২ টি কোষ সৃষ্টি হয় যেখানে ক্রোমোসোম সংখ্যা অর্ধেক হয়ে যায়। যাকে (n) দিয়ে বোঝানো হয়।আর দ্বিতীয় ধাপ পুরোপুরি মাইটোসিসের মত । প্রথম ধাপে তৈরিকৃত প্রতিটি কোষ থেকে আবার নতুন ২ টি করে কোষ সৃষ্টি হয়। তাহলে বুঝতে পারছেন যে, একটি মাতৃকোষ থেকে মোট ৪ টি নতুন কোষ তৈরি হলো, যার প্রত্যেকটিতে ক্রোমোসোম সংখ্যা মাতৃ জনন কোষের অর্ধেক। মেয়োসিস বিভাজনে ক্রোমোসোম সংখ্যা অর্ধেক হয়ে যাবার কারণেই একে হ্রাসমূলক বিভাজন বলা হয়। আশা করি বুঝতে পেরেছেন।ধন্যবাদ।

Similar questions