Computer Science, asked by arnobchowdhury86, 9 months ago

ওয়ার্ড প্রসেসিং এ একটি সাধারণ ডকুমেন্ট তৈরি করে প্রিন্ট করার পদ্ধতি বণর্না কর?​

Answers

Answered by BRAINLYBILALFAROOQ
15

Answer:

তথ্যপ্রযুক্তির যুগে পড়াশোনা আর ব্যবসায়িক কাজে সবচেয়ে বেশি ব্যবহৃত টুলগুলোর একটি হলো ওয়ার্ড প্রসেসর। আপাতভাবে এর ব্যবহার সহজ মনে হতে পারে। কিন্তু ভালো একটি ডকুমেন্ট তৈরি করার জন্য বেশ কয়েকটি বিষয়ে আপনাকে মনোযোগ দিতে হবে। তাই ওয়ার্ড প্রসেসিংয়ের নিয়মাবলি জানা থাকা দরকার আপনার। এমন কিছু সাধারণ নিয়ম নিয়ে এবারের লেখা।

ওয়ার্ড প্রসেসিং কী?

ওয়ার্ড প্রসেসিং হলো কোন অ্যাপ্লিকেশনের মাধ্যমে ডকুমেন্ট তৈরি করা, এর ফরম্যাটিং করা, প্রয়োজনে এডিট বা পরিবর্তন করা ও একে সেইভ করে রাখার প্রক্রিয়া। এ প্রক্রিয়ায় ব্যবহৃত অ্যাপ্লিকেশনগুলোকে বলা হয় ওয়ার্ড প্রসেসর। যেমন, আমাদের কাছে সবচেয়ে পরিচিত ওয়ার্ড প্রসেসর হলো মাইক্রোসফট ওয়ার্ড। অন্যদিকে অনলাইনে রয়েছে গুগল ডক্সের (Google Docs) মতো প্রসেসর।

Explanation:

PLEASE FOLLOW ME

Similar questions