Social Sciences, asked by sumaiya01761567255, 8 months ago

গ) নিচের ছকে ৫টি করে মাঠ ফসল ও উদ্যান ফসল এর নাম লিখ ।
ফসলের নাম
উদ্যান ফসল
মাঠ ফসল
ব​

Answers

Answered by mamathathallapelli52
13

Answer:

please write Question in English language

Answered by payalchatterje
1

Answer:

উদ্যান শব্দের অর্থ বাগান বা বাগিচা। বাগানে যেসব ফসল ফলানো হয় তা-ই উদ্যান ফসল। অর্থাৎ বাড়ির আশপাশে উঁচু স্থানে বা ছোট পরিসরের কোনো জমি বা বাগানে যত্ন সহকারে যেসব ফসল ফলানো হয় তাকে উদ্যান ফসল বলে। বিভিন্ন ধরনের শাকসবজি, ফল, ফুল, মসলা ইত্যাদি উদ্যান ফসলের অন্তর্ভুক্ত।

মাঠ শব্দের অর্থ ময়দান, সুবিস্তীর্ণ ক্ষেত্র। কৃষি ক্ষেত্রে মাঠ বলতে বোঝায় এমন একটি স্থান, যেখানে বড় পরিসরে চাষাবাদের কাজ করা হয়। আর মাঠ ফসল হচ্ছে সেসব ফসল, যেগুলো সুপরিসর একটি মাঠে নির্দিষ্ট সময় ধরে চাষ করা হয় এবং ওই ফসলের ওপর কৃষকের জীবন ও জীবিকা নির্ভর করে। অর্থাৎ মাঠপর্যায়ে ব্যাপকভাবে চাষাবাদকৃত ফসলকেই মাঠ ফসল বলে |

উদ্যান ফসল: লাউ, শিম, ফুলকপি, বাঁধাকপি, টমেটো, আলু, চালকুমড়া, ঝিঙা, চিচিঙ্গা, কচু, পটোল, করলা, আম, কাঁঠাল, লিচু, জাম, ইত্যাদি |

মাঠ ফসল:  ধান, গম, ভুট্টা, পাট, তুলা, ইত্যাদি |

Similar questions