India Languages, asked by rajaahamad297, 6 months ago

সকাল থেকে কবির কার কথা মনে পড়ছে?
কৰি কীভাবে মানুষকে পাশে দাঁড়াতে বলেছেন
১ কবিতাটিতে মানুষ শব্দটি কতবার ব্যবহৃত হয়ে
১৫ দল বিশ্লেষণ কর মানুষ: একলা ভেসে; ভালােবে
সবজি প্রশ্ন।
২. মানুষের পাশে মানুষ কীভাবে দাঁড়াতে পারে ।​

Answers

Answered by Stoneheartgirl
4

Explanation:

মানুষ বড়ো কাঁদছে, তুমি মানুষ হয়ে পাশে দাঁড়াও

মানুষই ফাঁদ পাতছে, তুমি পাখির মতো পাশে দাঁড়াও

মানুষ বড়ো একলা, তুমি তাহার পাশে এসে দাঁড়াও।

তোমাকে সেই সকাল থেকে তোমার মতো মনে পড়ছে

সন্ধে হলে মনে পড়ছে, রাতার বেলা মনে পড়ছে

মানুষ বড়ো একলা, তুমি তাহার পাশে এসে দাঁড়াও।

এসে দাঁড়াও, ভেসে দাঁড়াও এবং ভালবেসে দাঁড়াও

মানুষ বড়ো কাঁদছে, তুমি মানুষ হয়ে পাশে দাঁড়াও

মানুষ বড়ো একলা, তুমি তাহার পাশে এসে দাঁড়াও।

Similar questions