শান্তর কি ধরনের কাপড় পরা উচিত ছিল ব্যাখ্যা করো
Answers
Answered by
0
উদ্দীপকের শান্তর পশম বা উজ্জ্বল কাপড় পরা উচিত ছিল।
তাপ কুপরিবাহী বলে পশমী পোশাক শীতবস্ত্র হিসেবে বহুল ব্যবহৃত। তন্তুর মাঝে ফাঁকা জায়গা থাকে সেখানে বাতাস আটকে যায়। বাতাস তাপ অপরিবাহী। পশমী কাপড় দেহের তাপ বাইরে যেতে দেয় না। এটি গায়ে দিলে গরম অনুভব হয়।
তাই শান্তর ডিসেম্বরের শীতে শার্ট না পড়ে কুলের কাপড় পরা উচিত ছিল তাহলে শীত নিরাময় হত।
Similar questions