History, asked by mith123mun, 4 months ago

(ক) প্রাচীন বাংলার রাঢ়-সুষ্ম এবং গৌড় অঞ্চলের ভৌগােলিক পরিচয় দাও​

Answers

Answered by mayurinatekar04
1

Answer:

A) Give the geographical identity of Radha-Sushma and Gaur region of ancient Bengal from Bangla

Explanation:

the answer I have translate into English

I think it will be helpful

Answered by jayamukesh006
2

Answer:

রাঢ়-সুহ্ম; প্রাচীন বাংলার রাঢ় অঞ্চল দুটি ভাগে বিভক্ত ছিল, যথা-উত্তর রাঢ় ও দক্ষিণ রাঢ়। জৈনদের প্রাচীন ঐতিহ্য অনুসারে উত্তর রাঢ়কে বজ্জভূমি বা বজ্রভূমি এবং দক্ষিণ রাঢ়কে সুবভভূমি। বা সুহ্মভূমি বলা হত।

উত্তর রাঢ়ঃ আজকের মুরশিদাবাদ জেলার পশ্চিমভাগ, বীরভূম জেলা সাঁওতাল পরগনার একাংশ এবং বর্ধমান জেলার কাটোয়া মহকুমার উত্তর ভাগ নিয়ে উত্তর রাঢ় গঠিত ছিল।

দক্ষিণ রাঢ়ঃ আজকের হাওড়া, হুগলি ও বর্ধমান জেলার বাকি অংশ (কাটোয়া মহকুমার উত্তর ভাগ ছাড়া) এবং অজয় ও দামোদর। নদের মাঝের এলাকা নিয়ে দক্ষিণ রাঢ় গঠিত। ছিল। এককথায় বলা যায় দক্ষিণ রাঢ় ছিল বঙ্গোপসাগরের নিকটবর্তী অঞ্চল।

গৌড় ঃ প্রাচীন ও মধ্যযুগে গৌড় বলতে একটি জনগোষ্ঠীকে বোঝানো হত খ্রিস্টীয় ষষ্ঠ শতকে বরাহমিহির-এর রচনা থেকে জানা যায় যে, আজকের মুরশিদাবাদ, বীরভূম ও বর্ধমান জেলার পশ্চিমভাগ গোড়ের অন্তর্গত ছিল।

Similar questions