India Languages, asked by sanshaptakadak2005, 6 months ago

হাতেকলমে
ভাবসম্প্রসারণ
প্রশ্নমান-৪
৩,
১. “মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন।”
“এমন মানবজমিন রইল পতিত,
আবাদ করলে ফলতাে সােনা।”
“যদি তাের ডাক শুনে কেউ না আসে
তবে একলা চলােরে।”
3,
“পেঁচা রাষ্ট্র করি দেয় পেলে কোন ছুতা
জান না আমার সঙ্গে সূর্যের শত্রুতা?”
p, “যারে তুমি নীচে ফেল, সে তােমারে বাঁধিবে যে নীচে,
পশ্চাতে রেখেছ যারে, সে তােমারে পশ্চাতে টানিছে।”
৬. “ক্ষমা যেথা ক্ষীণ দুর্বলতা
হে রুদ্র, নিষ্ঠুর যেন হতে পারি, তথা
তােমার আদেশে।”
“যারা শুধু মরে কিন্তু নাহি দেয় প্রাণ
কেহ কভু তাহাদের করেনি সম্মান।”
৮“রাত্রে যদি সূর্য শােকে ঝরে অশ্রুধারা
সূর্য নাহি ফেরে, শুধু ব্যর্থ হয় তারা।”
“দেখ মানুষের কষ্ট থাকে না, হয় যদি লােক খাঁটি,
সােনার ফসল ফলায় যখন পায়ের তলার মাটি।”
(১০) “ভাবের ললিত ক্রোড়ে না রাখি নিলীন
কর্মক্ষেত্রে করি দাও সক্ষম স্বাধীন।”
ভানাথ
প্রশ্নমান-৪
ভাবার্থ করে দেখাও?
অনুভব করল—এই প্রথম তার এক অন্যরকম আনন্দের স্বাদ পেল।।
| ভাবটি সম্প্রসারণ করে দেখাও।​

Answers

Answered by msuranjana842
1

Answer:

আশা করছি এটা তোমার কাজে লাগবে।

Attachments:
Similar questions