Computer Science, asked by arridaykhan1183, 3 months ago

কম্পিউটারর্যাম ও রমেরমধ্যে পার্থক্যগুলােবর্ণনা কর।​

Answers

Answered by ItsBrainest
2

RAM ও ROM এর মধ্যে পার্থক্যগুলো হল :

1. Ram এর পূর্ণ রূপ হলো Random Access Memory এবং ROM এর পূর্ণ রূপ হলো Read Only Memory ।

2.Ram কে ভোলাটাইল মেমোরি বলা হয় আর ROM কে নন-ভোলাটাইল মেমোরি বলা হয় ।

3. RAM হলো প্রাইমারী স্টোরেজ আর ROM হলো সেকেন্ডারি স্টোরেজ ।

4. RAM এর তথ্য(ডাটার সমষ্টি) কম্পিউটার প্রসেসর সরাসরি এক্সেস করতে পারে তবে ROM এর তথ্য(ডাটার সমষ্টি)কম্পিউটার প্রসেসর সরাসরি এক্সেস করতে পারে না । এর জন্য প্রথমে তথ্য(ডাটার সমষ্টি) কে RAM এ পাঠাতে , তারপর এক্সিকিউট হয় ।

5. RAM এ সংরক্ষণকৃত ডাটা Read ও Write উভয়ই করা যায় তবে ROM এ সংরক্ষণকৃত ডাটা শুধু Read করা যায় ।

6. RAM মেমরি ব্যবহৃত হয় টেম্পোরারি স্টোরেজ হিসেবে কিন্তু ROM মেমরি ব্যবহৃত হয় পারমানেন্ট স্টোরেজ হিসেবে ।

Similar questions