Science, asked by mamun0119915, 5 months ago

৪। প্রতিবেদন তৈরি: তুমি এক সপ্তাহে প্রতিদিন সকাল, দুপুর ও রাতে
যেসব খাবার গ্রহণ কর তা তােমার বয়স ও চাহিদা অনুযায়ী সঠিক কী
পাঠ্যপুস্তকের আলােকে মন্তব্য কর।​

Answers

Answered by tmtgmingtv
15

Answer:

প্রতিদিন সকাল, দুপুর ও রাতে যেসব খাবার গ্রহণ করি তার তালিকা

দিন সকাল দুপুর রাত

১ম রুটি, ডিম ভাত, মাছ, সবজি ভাত, মাছ, দুধ

২য় রুটি, ডিম ভাত, ডাল, ডিম রুটি, সবজি

৩য় পাউরুটি, ডিম ভাত, ডাল, ডিম ভাত, দুধ

৪র্থ ভাত, ডিম ভাত, মাছ রুটি, ডিম

৫ম রুটি ভাত, শাক-সবজি ভাত, মাছ

৬ষ্ঠ রুটি ভাত, মাছ রুটি, দুধ

৭ম রুটি ভাত, মাংস ভাত, মাংস

Explanation:

১১-১৫ বছর বয়সের শিশুদের বিদ্যালয়গামী শিশু বলা হয়। এই বয়সে শারীরিক বর্ধন দ্রুত হয়। এই বয়সে ছেলেদের চাইতে মেয়েরা দ্রুত লম্বা হয়। এই বয়সে ছেলেদের চাইতে মেয়েদের পুষ্টির চাহিদা বেশি। বর্ধন এর গতি বৃদ্ধির কারণে শক্তির চাহিদা বাড়ে। এছাড়াও প্রোটিন, ভিটামিন ও ধাতব লবণের চাহিদা বাড়ে।

এই সময় প্রতিদিন কমপক্ষে তিন বেলার প্রধান খাদ্য ও দুই বেলা হালকা নাস্তা খাওয়া প্রয়োজন। উপরোক্ত ছক অনুযায়ী আমি খাবার গ্রহণ করি। এবং এর মাঝামাঝি আমি কিছু ফল ও কিছু ফাস্টফুড খেয়ে ফেলি। ফাস্টফুড আমাদের শরীরের জন্য খুবই ক্ষতিকর। যা আমাদের ওজন বাড়ায় এবং আমাদের তারুণ্য কমিয়ে দেয়। প্রয়োজনের অতিরিক্ত ক্যালরি গ্রহণ করলে খেলাধুলা ও অন্যান্য কাজের মাধ্যমে আমি ক্যালরি লস করার চেষ্টা করি।

Similar questions