History, asked by tanjimtisha306, 6 months ago

সৃষ্টির উপর আল্লাহ তায়ালার কুদরতের বর্ণনা কর​

Answers

Answered by atik01793855676
6

Explanation:

আল্লাহ তায়ালা আমাদের সৃষ্টিকর্তা। তিনি আমাদের সৃষ্টির সেরা জীব হিসেবে তৈরি করেছেন। তিনি আমাদের সৃষ্টির সেরা জীব করেছেন কারণ মানুষর মধ্যে বিবেক- জ্ঞান আছে যা অন্য কোনো প্রাণীর মধ্যে নেই। আমাদের উপর তার কুদরতের কোন শেষ নেই। তিনি আমাদের বেচে থাকার জন্য জীবন দিয়েছেন। বাস করার জন্য সুন্দর একটা পৃথিবী দিয়েছেন, শ্বাস-প্রশ্বাস নেওয়ার জন্য অক্সিজেন দিয়েছে যা আমরা গাছ থেকে পাই। গাছ থেকে আমরা আরো উপকার পাই গাছ থেকে কাট নিয়ে আমরা ঘর বানাতে পারি, জ্বালানির জন্য কাট প্রয়োজন আরো অনেক উপকার যা আমরা গাছ থেকে পাই।ক্ষুধা নিবারণের জন্য খাদ্য দিয়েছে পিটানোর জন্য বানিয়ে দিয়েছে আরো অনেক কিছু। মানুষ জীবনে অনেক ভুল করে কিন্তু আল্লাহতালার কাছে সে মন থেকে ক্ষমা চাইলে আল্লাহ তাআলা ক্ষমা করে দায় আল্লাহতালা পরম দয়ালু। মানুষ গুনাহ করলে সাথে সাথে যদি আল্লাহতায়ালা তাকে শাস্তি দিত তাহলে আর এই পৃথিবীতে মানুষ বেশিদিন বাঁচতে পারতো না। আল্লাহতালার পর্ন ধৈর্যশীল তাই তিনি সবার গুনা ধৈর্য সহকারে সহ্য করে এবং তার হত্যার বিচার চেয়ে হাশরের ময়দানে করবে।মানুষের উচিত আল্লাহ তায়ালার খেদমত করার তার ভালোবাসা লাভের সবচেয়ে ভালো উপায় হলো পাঁচ ওয়াক্ত নামাজ কালাম পড়া আল্লাহর নির্দেশনা পথে চলার তিনি যা আদেশ করেন তা পালন করেন করা নিষেধ করেন তা মেনে চলা। আখিরাত কে বিশ্বাস করা, আখলাকে হামিদাহ মেনে চলা। আল্লাহ তায়ালার গুণের শেষ নেই তার সম্পর্কের যতই বলব ততই কম পড়ে যাবে। আমাদের উচিত দবীন ইসলামকে সম্মান করা এবং সবাইকে তার গুরুত্ব সম্পর্কে জানানো এবং সবাইকে ইসলামের শিক্ষা দেওয়া ও ইসলামের পথে নিয়ে আসা

Similar questions