Social Sciences, asked by shafiulckhs824, 4 months ago

এ্যাসাইনমেন্টনির্ধারিত কাজ
তােমার পরিবারের সদস্যদের কোন কোন কাজ টেকসই উন্নয়নের অন্তরায় তা
চিহ্নিত করে একটি প্রতিবেদন উপস্থাপন কর।
(ভূমিকা- টেকসই উন্নয়ন কি- টেকসই উন্নয়নের অন্তরায় অচরণসমূহ- পরিবারের
সদস্যদের আচরণ- ব্যক্তিগত মতামত- উপসংহার)​

Answers

Answered by PegasusJustin
52

   টেকসই উন্নয়নের অন্তরায় আচরণসমূহ নিয়ে প্রতিবেদন উপস্থাপন:

ভূমিকা:  

১৯৪৫ সালের ২৪ শে অক্টোবর আনুষ্ঠানিকভাবে জাতিসংঘ প্রতিষ্ঠা লাভ করে।

প্রতিষ্ঠা লাভের পর থেকেই জাতিসংঘ বিশ্বে নিরাপত্তা, অর্থনৈতিক উন্নয়ন, সামাজিক অগ্রগতি ও সহযোগিতার পরিবেশ সৃষ্টিতে প্রশংসনীয় ভূমিকা পালন করে যাচ্ছে।

এরই ধারাবাহিকতায় ২০০০ সালে জাতিসংঘ ক্ষুধা, দারিদ্র্য, বৈষম্য, ব্যাধি, পরিবেশ বিপর্যয় মুক্ত বিশ্ব গড়ে তোলার জন্য সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য (এমডিজি) ঘোষণা করে।

২০১৫ সালের এমডিজির মেয়াদ শেষ হওয়ার পর জাতিসংঘ ২০৩০ সালকে সীমারেখা ধরে ঘোষণা করে টেকসই উন্নয়ন অভীষ্ট , যা ইংরেজিতে Sustainable Development Goals নামে পরিচিত।

টেকসই উন্নয়নের সংজ্ঞা:  

টেকসই উন্নয়ন এমন একটি উন্নয়ন প্রক্রিয়া, যা ভবিষ্যতের কথা ভেবে করা হয়। ফলে প্রকৃতিকে ঠিক রেখে উন্নয়ন কর্মকান্ড সম্পাদন করা হয়।

টেকসই উন্নয়ন যেমন একদিকে মানুষের বর্তমান চাহিদা মেটাতে সক্ষম অন্যদিকে ভবিষ্যৎ প্রজন্মের চাহিদা মেটানোর ক্ষেত্রেও ঘাটতির কারণ হয়ে দাঁড়াবে না।

টেকসই উন্নয়ন শুধু পরিবেশ সংরক্ষণ এবং অর্থনৈতিক উন্নয়নই নয় , বরং তা সামাজিক ও মানবিক উন্নয়ন এর আওতাভুক্ত। যেমন, মানসম্মত শিক্ষা গ্রহণ করে দারিদ্র্য ঘোচানো।

নারী-পুরুষ একে অপরকে সহযোগিতার মাধ্যমে সমাজ থেকে বৈষম্য দূর করা।শিশুশ্রম টেকসই উন্নয়নের অন্তরায়। কোন কোন কাজ আছে যা শিশুর জন্য ক্ষতিকর এ ধরনের কাজকে শিশুশ্রম বলা হয়।

উপার্জন করার জন্য কাজ করতে গিয়ে শিশুরা বিপদ ঝুঁকি শোষণ ও বঞ্চনার সম্মুখীন হলে সে কাজকে শিশুশ্রম বলা হয়। বাংলাদেশে শিশু শ্রম বেআইনি।

টেকসই উন্নয়নের অন্তরায় আচরণসমূহ:

Sustainable Development Goals টেকসই উন্নয়নের অন্তরায় আচরণসমূহ হলো –

১. শিশুশিক্ষার প্রতি বিরূপ মনোভাব,

২. শিশুশ্রম,

৩. শিশু পাচার,

৪. অন্তর্ভুক্তিমূলক ও সমতা  ভিত্তিক গুণগত শিক্ষা হীনতা,

৫. জেন্ডার বৈষম্য,

৬. বেকারত্ব,

৭. মরুকরণ ভূমি অবক্ষয় ইত্যাদি।

আমার পরিবারের সদস্যদের যেসকল আচরণ টেকসই উন্নয়নের অন্তরায়-

দারিদ্রতা বা পারিবারিক অসচ্ছলতার কারণে স্কুলের পরিবর্তে কাজে পাঠাতে বাধ্য হয়। মা বাবা অসুস্থ হলে কিংবা তাদের মধ্যে বিবাহবিচ্ছেদ ঘটলে অনেক সময় শিশুরা অর্থ উপার্জনে বাধ্য হয়।

অভিভাবকদের বৈষম্যমূলক আচরণের অনেক সময় শিশুকে শ্রমিক এ পরিণত করে। শিশুদের প্রতি নির্যাতন এবং অত্যাচারও এক্ষেত্রে নেতিবাচক ভূমিকা পালন করে।

ব্যক্তিগত মতামত:

সামাজিকীকরণ প্রক্রিয়া শিশুকে সামাজিক মানুষে পরিণত করে। সুস্থ ও সুন্দর ভাবে বিকশিত হতে ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠতে সহায়তা করে।

শিশুকে সমাজের দায়িত্বশীল সদস্য এ পরিণত হতে এবং সমাজের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সহায়তা করে। তাই আমাদের সামাজিকীকরণের বিকাশ ঘটাতে হবে।

শিশু হিসেবে আমরা জীবনের জন্য ক্ষতিকর ঝুঁকিপূর্ণ শ্রম থেকে নিজেদের বিরত রাখবো এবং অন্যদেরকে বিরত থাকতে সহায়তা করব। ভালো পরিবেশে শিশুরা বেড়ে উঠলে পরিবার ও সমাজের প্রতি তারা দায়িত্বশীল হয়ে উঠবে।

এসব শিশুর প্রতি ভালো আচরণের মাধ্যমে আমরা নিজেরাও মানবিক গুণসম্পন্ন একজন নাগরিক হয়ে উঠব। আমরা পরিবারের অন্যান্যদেরও তাদের প্রতি ভালো আচরণ করার জন্য বলব।

উপসংহার:

শিশু নির্যাতন প্রতিরোধে শিশুর প্রতি সচেতন আচরণ করতে হবে। ভবিষ্যৎ প্রজন্ম গড়তে হলে শিশু অধিকারের প্রতি সকলকে সচেতন হতে হবে।

শিশু নির্যাতন প্রতিরোধে আমাদের সরকার কাজ করছে। নির্যাতনের শিকার শিশুদের আইনি সহায়তা, চিকিৎসা সেবা ও পরামর্শ সেবা প্রদান করছে।

তবে শিশু নির্যাতন প্রতিরোধে সামাজিক মূল্যবোধের উন্নয়ন জরুরী। তবেই টেকসই উন্নয়নের প্রসার ঘটতে পারে।

পরিবারের সদস্যদের যেসকল কাজ টেকসই উন্নয়নের অন্তরায় শীর্ষক আলোচনা এখানেই শেষ।

আশা করছি তোমরা পরিবারের সদস্যদের যেসকল কাজ টেকসই উন্নয়নের অন্তরায় নিয়ে একটি সুন্দর প্রতিবেদন তৈরি করতে পারবে।

Similar questions