Science, asked by dipu39688, 7 months ago

গ) উদ্দীপকের ১ম চিত্রে মোম গলে পড়ার পরবর্তী অবস্থা ব্যাখ্যা কর।
ঘ) চিত্রের পদার্থ দুটির গলনাংক ও হিমাংক কি একই? পাঠ্যপুস্তকের আলোকে​

Answers

Answered by janinamon55
16

Explanation:

মোম গলে পড়ার পরবতী অবস্থা ব্যাখ্যা

Answered by sanju6789
37

Answer:

গ:মোম একটি এমন পদার্থ যা গরম তাপ পেলে গলে যায়

এবং তা পর্যাপ্ত পরিমাণ তাপ নিয়ন্ত্রণ হলে নিজের স্বাভাবিক অবস্থায় ফিরে আসে।মোমবাতি জ্বালানো হলে

মোমবাতির একটি অংশ পুড়ে আলো দেয় আর একটি

অংশ আগুনে গলে মোমবাতির গা বেয়ে পড়তে থাকে,যা

কিছুক্ষণ পর আবার জমে কঠিন মোমে পরিণত হয়।

তরল মোম থেকে কঠিন মোম হওয়ার প্রক্রিয়া হলো

শীতলীকরণ।শুধু মোম নয়,মোমের ন্যায় প্রতিটি তরল

পদার্থের ক্ষেত্রেই এটি হতে পারে।

Similar questions