World Languages, asked by mdrabbyhasan043, 6 months ago

জামাতে সালাত আদায় বিধান ও এর সুফল ​

Answers

Answered by ssahadat759
52

Answer:

জামাতে সালাত আদায় বিধান ও এর সুফল

Answered by payalchatterje
0

Answer:

জামাতে সালাত আদায়ের বিধান:

১-ইসলামি শরীয়ত সক্ষম পুরুষদেরকে জামাতের সাথে নামাজের নির্দেশ দিয়েছে।জামাত তরক করা থেকে হুঁশিয়ার করেছে। এমনকি অন্ধ ব্যক্তিকেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জামাত তরক করার অনুমতি দেন নি। শুধু তাই নয়, বরং

যারা জামাতে নামাজ আদায় করে না তাদেরকে জ্বলিয়ে দেয়ার ইচ্ছাও তিনি পােষণ‌ করেছিলেন।

জামাতের সালাত আদায়ের সুফল:

1)আল্লাহর প্রতি ঈমানের সূত্রে যারা পরস্পরে ভাই ও বন্ধুতে পরিণত হয়েছে,‌তাদের পরস্পরে পরিচিতি লাভ। তাদের মাঝে মহব্বত ও ভালােবাসা জোরদার করে তােলা; কেননা আল্লাহ তাআলার প্রতি ঈমানের সূত্র ধরে পরস্পরের প্রতি ভালােবাসা ও মহব্বত সৃষ্টি না হলে ঈমান এবং জান্নাত লাভের আশা করা দুষ্কর।

2) যে ব্যক্তি লাগাতার চল্লিশ দিন তাকবীরে তাহরিমা পেয়ে জামাতের সাথে নামাজ‌ আদায় করতে সক্ষম হলাে, সে জাহান্নাম ও নিফাক থেকে নিষ্কৃতি লাভে সক্ষম হলাে। আনাস রাযি. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে বর্ণনা করেন,তিনি বলেছেন, যে ব্যক্তি জামাতের সাথে তাকবীরে উলা পেয়ে চল্লিশ দিন নামাজ আদায় করল, তার জন্য দুটি নিষ্কৃতি লিখে দেয়া হলাে, একটি হলাে জাহান্নাম থেকে নিষ্কৃতি, অপরটি হলাে নিফাক থেকে নিষ্কৃতি। (বর্ণনায় তিরমিযী)

3)মুসলমানদের মাঝে বিভিন্নতার অবসান ঘটিয়ে সংঘবদ্ধতা গড়ে তােলা এবং উত্তম ও ভালাে কাজের প্রতি তাদের সকলের হৃদয় আকৃষ্ট করা।

4) মুসলমানদের মধ্যে পারস্পরিক সাহায্য সহযােগিতার মনােভাব জোরদার করা।

5)মুসলমানদের অন্তরসমূহ একসূত্রে বেঁধে দেয়া; কেননা একই কাতারে সাদা কালাে, আরবি-আজমি, আবাল-বৃদ্ধ, ধনী-গরীব কাঁধে কাঁধ মিলিয়ে এক কাতারে এক ইমামের পিছনে, একই সময়ে এক কিবলাকে সামনে নিয়ে দাঁড়িয়ে যায়।

6)আল্লাহর শত্রুদেরকে রােষান্বিত করা; কেননা মুসলমানরা যতদিন মসজিদে নামাজ আদায়ের ব্যাপারে যত্নবান থাকবে ততদিন তারা শক্তিমান ও সুরক্ষিত হয়ে কালযাপন করতে সক্ষম হবে।

7)গুনাহ মাফ হওয়া এবং দরজা বুলন্দ হওয়া। আবু হুরায়রা রাযি. বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, আমি কি তােমাদেরকে এমন বিষয়ের পথ দেখাব না, যার মাধ্যমে আল্লাহ তাআলা গুনাহসমূহ মাফ করে দেন।

এবং দরজা বুলন্দ করেন? তারা বললেন, নিশ্চয় দেখাবেন হে আল্লাহর রাসূল! তিনি বললেন,কষ্ট সত্ত্বেও উত্তমরূপে অজু করা, মসজিদ পানে অধিক পদচারণা, এক নামাজের পর অন্য নামাজের অপেক্ষায় থাকা। এটাই হলাে রিবাত তথা আল্লাহর ইবাদতে নিজেকে আবদ্ধ করে রাখা।

এটি একটি বাংলা প্রশ্ন |

আরও দুটি বাংলা প্রশ্ন:

https://brainly.in/question/9179234

https://brainly.in/question/5630001

Similar questions