অনু ও পরমানুর মধ্যে পারথক্ক
Answers
Answered by
0
■ অণু
১. মৌলিক ও যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণা, যার মধ্যে ঐ পদার্থের সকল বৈশিষ্ট্য বিদ্যমান থাকে তাই অণু।
২. অণুর স্বাধীন সত্তা আছে।
৩. অণু রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে না।
৪. অণুতে মৌলিক ও যৌগিক পদার্থের ধর্ম বিদ্যমান থাকে।
৫. অণুর উপাদান অসীম।
■ পরমাণু
১. মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা হল পরমাণু।
২. পরমাণুর স্বাধীন সত্তা নেই।
৩. পরমাণু সরাসরি রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে।
৪. পরমাণুতে মৌলিক পদার্থের ধর্ম বিদ্যমান থাকে।
৫. পরমাণুর উপাদান ১১৪টি।
Similar questions