খরার ফলে কী হয়েছে?
Answers
Explanation:
খরা একটি ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ। খরার ফলে শুধু মানুষ নয়, গবাদিপশুর জন্যও খাদ্যসংকট দেখা দেয়। খরার সময় মাটিতে জলের পরিমাণ কমতে কমতে জলশূন্য হয়ে যায় মাটি। ফলে মাটিতে গাছপালা বা শস্য জন্মাতে পারে না।খরা হলে ফসল উৎপাদন কমে যায় আর এটি দুর্ভিক্ষের কারণও হতে পারে। খরা সাধারণত ২ ভাবে হতে পারে যেমনঃ - বহুদিন ধরে বৃষ্টিপাত নাহলে আর প্রচুর পরিমানে মাটির ভূগর্ভস্থ থেকে ব্যাপক হরে যখন জল তোলা হয় মার্শাল বা নলকুপ এর মাধ্যমে ।
Answer:
খরা একটি প্রাকৃতিক দুর্যোগ। দীর্ঘকাল ধরে শুষ্ক আবহাওয়া ও অপর্যাপ্ত বৃষ্টিপাতের কারণে খরা হয়। এর ফলে নানা ধরনের সমস্যা হয়। যেমন :
জলবায়ু পরিবর্তনের ফলে খরাপীড়িত অঞ্চল তপ্ত হয়ে ওঠে। কুয়া, খাল, বিল শুকিয়ে যায়।
খাবার পানির সংকট দেখা দেয়।
ষনদীর স্বাভাবিক প্রবাহ কমে যায়।
ষভূ-গর্ভস্থ পানির স্তর নিচে নেমে যায়।
ষমাটির আর্দ্রতা কমে যায়।
ষমাঠের ফসল ফলাতে কষ্ট হয়।
ষগবাদি পশুর খাদ্য সংকট দেখা দেয়।
ষচাষাবাদ, পশুপালন ব্যাহত হয়।