Chemistry, asked by hasan54465, 6 months ago

ঘ, ইসলামের দৃষ্টিতে কায়েসে দৃষ্টি ভঙ্গি কীসের পরিচায়ক আলোকপাত ।​

Answers

Answered by ih722540
8

ইসলামের দৃষ্টিতে কায়েসের দৃষ্টি ভঙ্গি কীসের পরিচায়ক? আলোকপাত কর।

Answered by poonammishra148218
0

Answer:অষ্টম শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা পঞ্চম সপ্তাহের এসাইনমেন্টে একটি উদ্দিপক দেওয়া আছে। উদ্দিপকটি দেখে ২টি প্রশ্নের উত্তর করতে হবে। তার মধ্যে “ইসলামের দৃষ্টিতে কায়েসের দৃষ্টিভঙ্গি কীসের পরিচায়ক? আলােকপাত কর” প্রশ্নটি রয়েছে। ৮ম শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা বইয়ের চতুর্থ অধ্যায়: আখলাক থেকে ধারনা নিয়ে নিজের চিন্তা ভাবনা দিয়ে উত্তর করতে হবে। উত্তর করার সময় কিছু বিষয় লক্ষ্য রাখতে হবে তা হলো- নির্ভুল তথ্য ও যুক্তিসঙ্গত ব্যাখ্যা প্রদানের সক্ষমতা, সৃজনশীলতা সম্পর্কে সম্যক দক্ষতা প্রয়ােগ ও উচ্চতর দক্ষতায় যৌক্তিক ও বস্তুনিষ্ঠ জ্ঞানের পারঙ্গমতা, আল কুরআন ও সুন্নাহর প্রাসঙ্গিক উদ্ধৃতি প্রদানের দক্ষতা। যেহেতু এটি একটি ধর্মীয় বিষয়, তাই মনগড়া কাহিনি বা তথ্য দেওয়া যাবেনা। তাই অষ্টম শ্রেণীর ছাত্র-ছাত্রীরা যারা ধর্ম এসাইনমেন্ট করতেছেন, তারা আমাদের করা “ইসলামের দৃষ্টিতে কায়েসের দৃষ্টিভঙ্গি কীসের পরিচায়ক? আলােকপাত কর” প্রশ্নের উত্তরটি দেখে ধারনা নিয়ে নিজের মতো করে লিখতে পারেন।

Explanation:

Step:1জনাব নকীব স্বীয় উদ্যোগে যােগাযােগ ব্যবস্থার উন্নয়নের জন্য এলাকার কতিপয় বন্ধুদের নিয়ে প্রতি শুক্রবার রাস্তাঘাট মেরামত ও সংস্কার করেন। অন্যদিকে তাঁর এক বন্ধু নাবিল তাঁর এ কাজগুলােতে অংশ না নিয়ে বরং বলেন, নকীব সাহেব নেতা হওয়ার জন্য এসব করছেন।ঘ. ইসলামের দৃষ্টিতে কায়েসের দৃষ্টিভঙ্গি কীসের পরিচায়ক? আলােকপাত কর।ঘ নং প্রশ্নের উত্তরউত্তর : ইসলামের দৃষ্টিতে কায়েমের দৃষ্টিভঙ্গি পরশ্রীকাতরতা পরিচায়ক। প্ররশ্রীকাতরতা অর্থ অন্যের উন্নতি ও সৌভাগ্য দেখে ঈষা প্রকাশ করা। কারো ধন দৌলত সম্মান ভালো ফল বা উচ্চ মযাদা দেখে ঈষান্তিত হওয়া এবং ধ্বংস কামনা করাকে পরশ্রীকাতরতা বলা হয়।উদ্দীপকের কায়েম তার বন্ধুর ভালো কাজে অংম না নিয়ে বরং বলেন নকীব সাহেব নেতা হওয়ার জন্য এসব করছে। পরশ্রীকাতরতা একটি মারাত্নক মানসিক ব্যাধি। পরশ্রীকাতরতার কারণে এক ব্যক্তি অপর ব্যক্তি প্রতিহিংসা বিদ্বেয় করে থাকে।

Step:2মানুষের সেবা করলে আল্লাহ তায়ালা খুশি হন। জনসেবা দ্বারা আল্লাহর তায়ালার সাহায্য লাভ করা যায় নকীব সাহেব রাস্তাঘাট মেরামত করে জনপনের সেবা করে। সমাজকে ভালো করে পড়ে তুলে। মানব সেবার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি নিষ্ঠা ও আন্তরিকতা লাভ করে তাই বলা যায় নকীব সাহেবের মাঝে ইসলামের সমাজ সেবার বিষয়টি প্রকাশ পেয়েছে।তার ভালো কাজকে পরশ্রীকাতরতাকার খারাপ কাজ বলে মনে হয়। পরশ্রীকাতরতা মানুষের পুন্য কাজগুলোকে ধ্বংস করে দেয়। এ সম্পকে মহানবি(স:) বলেছেন।“আগুন যেমন শুকনা কাঠকে জ্বালিয়ে ছায় করে দেয়” পরশ্রীকাতরতা তেমনই পুন্যকে ধ্বংস করে দেয়।”

Step:3কিসসা কাহিনী ও গল্প বলা আবহমান কাল থেকেই শিক্ষার একটি উৎকৃষ্ট মাধ্যম হিসেবে স্বীকৃতি পেয়ে আসছে। নৈতিক অথবা নৈতিকতা বিরোধী-যে বিষয়েই মানুষকে প্রেরণা দান ও উদ্বুদ্ধ করণের আকাংখা পোষণ করা হোকনা কেন, কিসসা কাহিনীর মাধ্যমে তা সর্বোত্তম পর্যায়ে করা সম্ভব। সর্বশ্রেণীর মানুষকে, বিশেষতঃ শিশুদেরকে নৈতিক শিক্ষা দানের জন্য অতীত কিংবা বর্তমানের সর্বজনমান্য ব্যক্তিবর্গের জীবনী, ঘটনাবলী ও শিক্ষামূলক গল্প কাহিনী শোনানো ও প্রাঞ্জল ভাষায় লিখিত বই পড়তে দেয়া খুবই ফলদায়ক হয়ে থাকে।

To learn more about similar questions visit:

https://brainly.in/question/29737333?referrer=searchResults

https://brainly.in/question/29804519?referrer=searchResults

#SPJ3

Similar questions
Physics, 11 months ago