উদ্দীপকের সাহানা আর তৈলচিত্রের ভূত গল্পের নগেনের বিশেষ মিল কোথায়? ব্যাখ্যা কর।
Answers
Answered by
0
Answer:
অশরীরী শক্তির ওপর বিশ্বাস এবং তা থেকে উত্তরণের দিক থেকে "উদ্দীপকের সাহানা" আর "তৈলচিত্রের ভূত" গল্পে নগেন চরিত্রের মিল রয়েছে। "তৈলচিত্রের ভূত" গল্পে নগেন তার মামার ছবিতে হাত দিয়ে বৈদ্যুতিক শক খেয়েছিল। বিষয়টি সম্পর্কে তার ভ্রান্ত ধারণা ছিল। তাই সে ধরেই নিয়েছিল মামার মৃত্যুর পর তার প্রেতাত্মা তাকে ভয় দেখাচ্ছে।
Explanation:
here, it is not biology question. so, kindly you will choose the proper subject from next time.
Similar questions