Science, asked by nathpritypurnima, 5 months ago

এইতো আমি জায়গা পাইয়াছি ব্যাখ্যা কর


Answers

Answered by Anonymous
3

Answer:

প্রচ্ছদ

আজকের পত্রিকা

টিউটোরিয়াল

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের বাংলা প্রথমপত্র

ড. সনজিত পাল

০৭ অক্টোবর ২০১৯, ১২:০০ এএম | প্রিন্ট সংস্করণ

শিক্ষক,

সেন্ট গ্রেগরী হাই স্কুল অ্যান্ড কলেজ।

অপরিচিতা

-রবীন্দ্রনাথ ঠাকুর

অনুধাবন প্রশ্ন

[পূর্বে প্রকাশিত অংশের পর]

hope it helps❤

Answered by KailashHarjo
0

এইতো আমি জায়গা পাইয়াছি :

  • রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা "অপরিচিতা" এর থেকে এই লাইন টি নেওয়া হয়েছে

  • এখানে এই তো আমি জায়গা পেয়েছি কথাটির মাদ্ধমে মনের ভাব ক ব্যাক্ত করা হয়েছে ; যেখানে বক্তা মনে মনে বলছেন অথবা ভাবছেন যে তিনি সারাদিনে কি কি করেন; তার কার সাথে দেখা হয়, তিনি কাজ করে দেন , কত কণ্ঠ শোনেন

  • এবং শেষ এ এটাও বলা হয়েছে অপরিচিতা ক যে তার পরিচয় পাওয়াটা এখনো শেষ হয়নি এবং ভবিষ্যতেও কখনো হয়তো হবে না তার জন্যে তিনি র না ভেবে ইটা নিয়েই খুশি থাকতে চান যে তার ভাগ্য ভালো যে তিনি জায়গা পেয়েছন

  • তো শেষ এ এটাই বোঝা যাচ্ছে যে বক্তা কোনো ব্যাক্তির সামনে এই কথাটি বলেন নি নিজের মনের কল্পনা তাই এই কথাটি সীমাবদ্ধ

#SPJ3

Similar questions