অ্যাস্থেনোস্ফিয়ার কাকে বলে ?
Answers
Answered by
46
Answer:
প্রশ্ন –
অ্যাস্থেনোস্ফিয়ার কাকে বলে ?
উত্তর হলো:
শিলামন্ডলের নীচে গুরুমন্ডল ওপরের অংশ বিশেষ স্তরটি হল অ্যাস্থেনোস্ফিয়ার ( Asthenosphere)। Asthenosphere একটি গ্রিক শব্দ , যার মানে দুর্বল স্তর।এই স্তরে পদার্থ গলিত ও নরম প্রভৃতির । অত্যধিক তাপ ও চাপের এখানকার শিলা সান্দ্র ( অর্ধ তরল আর কঠিন ) অবস্থায় আছে । একে অ্যাস্থেনোস্ফিয়ার বলে।
Answered by
4
Answer:
ভূত্বকের নিচে এবং গুরুমন্ডল এর ওপরে গড়ে 70 থেকে 200 কোটি কিমি গভীরে উত্তাপের কারণে অভ্যন্তরীণ পদার্থ সন্দ্র অবস্থায় থাকে এই স্তরটি অ্যাস্থেনোস্ফিয়ার।
Similar questions