Science, asked by jahid007freefire, 6 months ago

প্রশ্ন ৯ পৃথিবীতে অসংখ্য ভাইরাস, ব্যাক্টেরিয়া, ছত্রাক ও এন্টামি আছে। এদের সবার
গঠন ও বৈশিষ্ট্য এক রকম নয়। এদের মধ্যে প্রকৃতিতে কিছু ভাইরাস ও ব্যাক্টেরিয়া মানুষের
ক) মিৰিক আমাশয় কোন অনুজীবের কারণে হয়?
খ) ব্যক্টেরিয়াকে আদি কোষী বলা হয় কেন?
গ) উদ্দীপকের প্রথম অণুজীবটি উদ্ভিদের কোন কোন রােগ সৃষ্টি করে তা ব্যাখ্যা কর।
ঘ) উদ্দীপকের দ্বিতীয় অপূজাৰটির অর্থনৈতিক গুরুত্ব বিশ্লেষণ কর।


ansঃ (ক) উত্তরঃ এমিবিক আমাশয় কোন অনুজীবের কারণে হয়?

উত্তরঃ এন্টামিবা অনুজীবের আক্রমনে এমিবিক আমাশয় হয়

(খ) উত্তরঃ যে কোষে নিউক্লিয়ার আবরনী এবং সুগঠিত নিউক্লিয়াস থাকে না তাকে আদিকোষ বলে । ব্যাকটেরিয়া মনেরা কিংডমের এককোষী আণুবীক্ষণিক অণুজীব এবং এদের নিউক্লিয়াস সুগঠিত নয় অর্থাৎ নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিওলাস অনুপস্থিত। এজন্য ব্যাকটেরিয়াকে আদি কোষী বলা হয়(গ) উদ্ভিদ দেহে ভাইরাস যেসব রোগ ছড়ায় তা হলো

(গ) উওরঃ উদ্দীপকে প্রথম অণুজীব টির নাম হল ভাইরাস। জীবিত জীব দেহ ছাড়া বা জীবদেহের বাহিরে এরা জীবনের কোন লক্ষণ দেখায় না। এ কারণেই ভাইরাস প্রকৃত পরজীবী।

এই অনুজীবটি মানব দেহের নানা রোগ ছাড়াও উদ্ভিদ দেহে নানা রকম রোগ সৃষ্টি করে।

যেমনঃ

(ক) ধান গাছে টুংরো রোগ এই ভাইরাসের কারণে হয়। যার ফলে ধান অতি তাড়াতাড়ি ঝরে পড়ে।

(খ) তামাকের মোজাইক রোগ এই ভাইরাসের কারণে হয়। এর ফলে তামাকের পাতা বিবর্ণ হয়ে যায়


(ঘ) উওরঃ উদ্দীপকের দ্বিতীয় অণুজীব টির নাম ব্যাকটেরিয়া। অর্থনৈতিক ক্ষেত্রে এ জীবটির অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ।

চিকিৎসা ক্ষেত্রে : চিকিৎসা ক্ষেত্রে ব্যাকটেরিয়া ব্যবহার করা হয়ে থাকে। অ্যান্টিবায়োটিক ওষুধ তৈরিতে ব্যাকটেরিয়াকে কাজে লাগানো হয়, যেমন: সাবটিলিন, পলিমিক্সিন, টেরামাইসিন ইত্যাদি ব্যাকটেরিয়া থেকে ওষুধ তৈরী করা হয় এবং সেই ওষুধ রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জিত হয়।

কৃষি ক্ষেত্র : পাট থেকে আশ ছাড়াতে ব্যাকটেরিয়া সাহায্য করে। দই তৈরি করতে ও ব্যাকটেরিয়া সাহায্য করে। কৃষি ক্ষেত্রে অগ্রগতি সাধনে ব্যাকটেরিয়ার ভূমিকা অনেক। তাছাড়া আবর্জনা পঁচাতে সাহায্য ব্যাকটেরিয়া করে।

মানব জীবন : মানবদেহে ভিটামিন (ভিটামিন-বি, ভিটামিন-কে), ফলিক অ্যাসিড, বায়োটিন তৈরিতে ব্যাকটেরিয়া সহায়তা করে। তাছাড়া মৃত জীব দেহ পঁচাতে সাহায্য করে।

গবেষণায় ব্যাকটেরিয়া : ব্যাকটেরিয়া জীন প্রকৌশলের মূল ভিত্তি। কিছু কিছু ক্ষেত্রে জীবের কাঙ্খিত বৈশিষ্ট্য পাওয়ার জন্য জীনগত পরিবর্তনের কাজে ব্যাকটেরিয়াকে ব্যাবহার করা হয়​

Answers

Answered by sahibsaifi12291
1

Explanation:

प्रश्न 9 दुनिया में कई वायरस, बैक्टीरिया, कवक और संस्थाएं हैं। उन सभी को

संरचना और विशेषताएं समान नहीं हैं। इनमें से कुछ वायरस और बैक्टीरिया प्रकृति में मानव हैं

ए) किसी भी सूक्ष्मजीव के कारण मिरिक दस्त

Similar questions