ত্রগার টেলিগ্রাম কাকে বলে
Answers
Answered by
1
Explanation:
সরি আসলে আপনার প্রশ্ন কোথাও হয়তো ভুল হয়েছে। এটি কি ত্রগার ছিলো?
Answered by
1
এমস্ টেলিগ্রাম কি ?
উত্তর - এমস্ নামক স্থানে ফরাসি রাষ্ট্রদূত কাউন্ট বেনিদিতি প্রাশিয়ার রাজা প্রথম উইলিয়ামের সঙ্গে দেখা করেন এবং ভবিষ্যতে স্পেনের সিংহাসনে প্রাশিয়ার কোন দাবি থাকবেনা এই মর্মে প্রতিশ্রুতি দাবি করেন | রাজা প্রথম উইলিয়াম এই ঘটনার বিবরণ তাঁর প্রধানমন্ত্রী বিসমার্ককে টেলিগ্রাম করে জানান। বিসমার্ক টেলিগ্রামটি এমনভাবে সংশোধিত করে সংবাদপত্রে প্রকাশ করেন যাতে ফরাসিরা মনে করেন যে তাদের দূত প্রাশিয়ার রাজার দ্বারা অপমানিত হয়েছেন| এই ঘটনা ‘এমস্ টেলিগ্রাম’ নামে পরিচিত |
Similar questions