পোড়ামাটি নীতি কি ???
Answers
Answered by
31
Answer: নেপোলিয়ন যখন রাশিয়া আক্রমণ করেন, সেই সময় রুশ বাহিনী পোড়ামাটি নীতি গ্রহণ করে। জলে বিষ মিশিয়ে দেওয়া, রাস্তা কেটে দেওয়া, শস্য খেএে আগুন লাগিয়ে, ফরাসি বাহিনী কে বিপদে ফেলে ছিল, একে পোড়ামাটি নীতি বলা হয়।
Explanation: Hope it helps, mark as brainiest : )
Answered by
0
Answer:
● ফরাসি সম্রাট নেপোলিয়ন ১৮১২ খ্রিস্টাব্দে রাশিয়া আক্রমণ করলে রাশিয়া সম্মুখ যুদ্ধ এড়িয়ে সাম্রাজ্যের অভ্যন্তরে ক্রমাগত পিছু হটতে থাকে। ফরাসি বাহিনী রাশিয়ায় যাতে সমস্যায় পড়ে সে উদ্দেশ্যে পিছু হটার সময় রুশ বাহিনী নিজেদের রাস্তাঘাট ও সেতু ধ্বংস করে, খাদ্যশস্য, শস্যক্ষেত্র, শহর, জনপদ প্রভৃতি আগুনে পুড়িয়ে, পানীয় জলে বিষ মিশিয়ে দিয়ে যায়। রুশ বাহিনীর এই পদক্ষেপ ‘পোড়ামাটি নীতি' নামে পরিচিত।
Similar questions